সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

সামাজিক উন্নয়নের বিশেষ অবদান রাখার জন্য গোলাম মোস্তফা রাঙ্গার সম্মননা স্মারক ও সম্মাননা সনদ অর্জন।

প্রকাশিত: ০৫:৩৪ পিএম, সেপ্টেম্বর ৮, ২০১৬
গাইবান্ধা প্রতিনিধি: বৃহস্পতিবার দুপুর ২টায় গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গাকে, বন্যা পূর্বপ্রস্তুতিমূলক কার্যক্রম, মাদক বিরোধী প্রচারণা, ইভটিজিং প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা ও তথ্য প্রযিুক্ততে বিশেষ অবদান রাখায় সম্মননা স্মারক, সম্মাননা সনদপত্র বিতরণ প্রদান করা হয়। অনুষ্ঠানে সম্মননা স্মারক ও সম্মাননা সনদপত্র প্রদান করেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সার্কেল অ্যাডজুটান্ট ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডিপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক গাইবান্ধা শাখার ব্যবস্থাপক মোঃ হাবিবুল ইসলাম, পলাশবাড়ী উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আয়ুব আলী, গোবিন্দগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মজিবর রহমান, সুন্দরগঞ্জ উপজেলা কর্মকর্তা শাহ মোঃ আখতারুজ্জামান, সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, গাইবান্ধা ফুলছড়ি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সহিদুল হক, হিসাবরক্ষক আব্দুস সালাম, উপজেলা প্রশিক্ষিকা হাছিনা খাতুন, সাহেনা খাতুন, বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্রধান শিক্ষক রেজাউল করিম জেমস এবং স্থানীয় ও জাতীয় পত্রিকায় সাংবাদিকবৃন্দসহ সকল উপজেলার উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা ও জেলা কার্যালয়ের কর্মচারী ও সংযুক্ত ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ। তিনি সম্প্রতি গাইবান্ধা জেলা হতে কুড়িগ্রাম জেলায় বদলী হওয়ায় একই অনুষ্ঠানে তাকে বদলীজনিত কারণে বিদায় সংবর্ধনাও জানানো হয়। গোলাম মোস্তফা রাঙ্গা প্রায় তিন বছর ধরে বন্যাপ্রস্তুতি কার্যক্রম ও মাদক বিরোধী লিফলেট বিতরণসহ প্রচার-প্রচারণা, ইভটিজিং প্রতিরোধে লিফলেট বিতরণসহ প্রচার প্রচারণা এবং দুর্যোগ মোকাবেলায় লিফলেট বিতরণসহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ছাড়াও তিনি উক্ত বিষয়সহ অত্র বাহিনীর প্রশিক্ষণ, সমাবেশ, অপারেশনাল ও বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কার্যক্রম স্থানীয় পত্রিকা, আঞ্চলিক পত্রিকা, জাতীয় পত্রিকা, অনলাইন পত্রিকা ও বাহিনীর প্রতিরোধ পত্রিকায় লেখালেখির ব্যাপক প্রচার করছেন। তিনি গাইবান্ধা জেলার জেলা ওয়েব পোর্টাল ও উপজেলা ওয়েব পোর্টাল-এ আনসার ও ভিডিপির নামে পেইজ ওপেন করে তাতে বাহিনীর সর্বাধিক তথ্য সন্নিবেশিত করেছেন। তিনি গাইবান্ধা জেলা ছাড়াও রংপুর রেঞ্জের রংপুর, নীলফামারী ও গাইবান্ধা জেলাসহ অন্যান্য জেলায়ও ওয়েব পোর্টালে কাজ করার পাশাপাশি ওয়েব পোর্টালের রিসোর্স পারসন হিসাবে কাজ করে অত্র বাহিনীর সুনাম অর্জন করেছেন।     একুশে সংবাদ ডটকম    //   এম   //   ০৮.০৯.১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1