সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ অনুষ্ঠিত।

প্রকাশিত: ০১:১৯ পিএম, সেপ্টেম্বর ৭, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাশ ঘেঁষা তিতাস নদীর দুই তীরে হাজারো জনতার ঢল। নদীর পশ্চিম তীরে অবস্থিত শহরের উঁচু দালানসহ বিভিন্ন স্থাপনার ছাদে জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। নদীর কিনারে নৌকায় করে শত শত মানুষের অবস্থান। এমনি অানন্দঘন পরিবেশে বাইচের নৌকার ছলাৎ ছলাৎ শব্দের তালে উল্লাসে ফেটে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। জেলা প্রশাসনের উদ্যোগ এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড ও ইউনিয়ন ব্রিকসের সহায়তায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পড়ন্ত বিকেলে তিতাস নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১৩টি নৌকা এ বাইচে অংশ নেয়। বিকেল সাড়ে ৩টায় শহরের শিমরাইলকান্দি শশ্মন ঘাট এলাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। শিমরাইলকান্দি ঘাট থেকে বাইচ শুরু হয়ে শহরের মেড্ডা কালা গাজীর মাজার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাব। এতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের ফারুক মিয়ার দল ও বিজয়নগর উপজেলার বুল্লা গ্রামের মফিজ মিয়ার দল। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিতাস অাবৃত্তি সংসদের পরিচালক মনির হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনির কামাল, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক বশিরুল হক ভূঁইয়া ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।       একুশে সংবাদ ডটকম // এম // ০৭.০৯.১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1