সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাবিতে ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালিত ।

প্রকাশিত: ০৫:১৭ পিএম, আগস্ট ২৪, ২০১৬
একুশে সংবাদ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস’ নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রগতিশীল শিক্ষক সমাজ ও সাংস্কৃতিক সংগঠন এ দিবসে পৃথকভাবে আলোচনা সভায় ও মানববন্ধেেনর আয়োজন করে। বেলা ১১টার দিকে সিনেট ভবনে অনুষ্ঠিত হয় নির্যাতিত ছাত্র-শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সংবর্ধনা ও আলোচনা সভা। আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নির্যাতিত শিক্ষার্থী বর্তমানে রাজশাহী-৩ আসনের সংসদ-সদস্য মো. আয়েন উদ্দিন, নির্যাতিত শিক্ষক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো. সাদেকুল ইসলাম বক্তৃতা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন। সেখানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তরা বলেন, “বাংলাদেশের ছাত্র-শিক্ষক সমাজ বাঙালি জাতির সকল আন্দোলন-সংগ্রামে গৌরবময় ভূমিকার অধিকারী। তারই ধারাবাহিকতায় ২০০৭ সালের আগস্টে দেশে বিরাজমান নিপীড়নমূলক পরিস্থিতিতে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাঙ্গন প্রতিবাদী হয়ে উঠে। তৎকালীন রাষ্ট্রক্ষমতা নিয়ন্ত্রণকারী শক্তি সেই প্রতিবাদ দমন করতে ছাত্র-শিক্ষকদের গ্রেফতার করে নির্যাতন-হয়রানির পথ বেছে নেয়। তাদের বিরুদ্ধে চাপিয়ে দেয় হয়রানিমূলক মামলা। কিন্তু এক সময় প্রতিষ্ঠিত হয় সত্য, সকল ষড়যন্ত্র থেকে ছাত্র-শিক্ষক সমাজ মুক্ত হয়। সেই প্রতিবাদ ত্বরান্বিত করে দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠার পথ।” এছাড়া সকাল ১০টায় ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস উদযাপন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ মানববন্ধনের আয়োজন করে। প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক প্রফেসর ড. রকিব আহমদের সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য রেজাউল করিম বখশির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, রাজশাহী-৩ আসনের এমপি আয়েনউদ্দিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, সাবেক ছাত্র উপদেষ্টা প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু, দর্শন বিভাগের প্রফেসর এস এম আবুবকর, আইন বিভাগের প্রফেসর হাসিবুল আলম প্রধান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাশেদুল ইসলাম রাঞ্জু প্রমুখ। এছাড়া একই দিবসে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট র‌্যালী ও সমবেশ করেছে। সাংস্কৃতিক জোটের এই কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন সংগঠনটির সভাপতি আব্দুল মজিদ অন্তর।           একুশে সংবাদ ডটকম    //   এম   //  ২৪.০৮.১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1