সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ওসি মঈনুল' কবি কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক-২০১৬’ এ ভূষিত

প্রকাশিত: ০৪:৪৮ পিএম, আগস্ট ২৪, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবকল্যাণে বিশেষ অবদানের জন্য ‘কবি কাজী নজরুল ইসলাম স্বর্ণপদক-২০১৬’ পেলেন ব্রাক্ষ্মণবাড়িয়া সদর থানার অফিসার-ইন-চার্জ মো. মঈনুর রহমান। ২৩ আগস্ট রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এই পদক তুলে দেওয়া হয় মেধাদীপ্ত এই পুলিশ কর্মকর্তার হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি এবং কবি কাজী রোজী এম.পি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. সুজাউল করিম চৌধুরী বাবুল। এছাড়া তার কর্মময় জীবনে তিনি অনেক ভাবে পুরস্কার হন। ১৯৯২ সালে ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তারপর সারদায় পুলিশ একাডেমীতে সর্ববিষয়ে শ্রেষ্ঠ ক্যাডেট হিসাবে স্বর্ণ পদক লাভ করেন। ২০০৩ সালে ও ২০০৬ সালে জাতিসংর্ঘ শান্তিপদক, ১৯৯৯ সাল ও ২০১৫ সাল দুইবার আইজিপি ব্যাজ পেয়েছেন। কর্মের স্বীকৃতি স্বরুপ সফলতা সর্ম্পকে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মঈনুর রহমান সাংবাদিকদের বলেন, আমি সবসময় আমার দায়িত্ব ব্যাপারে সর্ব্বোচ্চ গুরুত্ব সহকারে পালন করেছি।সামাজিক কর্মকান্ডে আমার ভূমিকা অনেকে প্রশংসা কুরিয়েছি আমার বর্তমান পুলিশ সুপার মহোদয় সব কাজে আমাদের সঠিক নির্দেশ দিয়েছেন। এই সম্মাননা আমার একার নয় সমস্ত পুলিশের বাহিনীর তাদের সহযোগিতা আজ আমি এই পর্যন্ত আসতে পেয়েছি।         একুশে সংবাদ ডটকম   //  এম  //  ২৪.০৮.১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1