সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রামাইয়া : ক্ষমা চেয়ে মাথা নোয়াবো না

প্রকাশিত: ০১:২৩ পিএম, আগস্ট ২৪, ২০১৬
একুশে সংবাদ: পাকিস্তান নিয়ে মন্তব্যের জন্য ক্ষ‌মা চাওয়ার কোনও প্রশ্নই নেই বলে সাফ জানিয়ে দিলেন কর্নাটকের অভিনেত্রী এবং কংগ্রেসের প্রাক্তন সাংসদ রামাইয়া। খবর আনন্দ বাজারের। বুধবার বেঙ্গালুরুতে সব সমালোচনার মুখোমুখি দাঁড়িয়ে কংগ্রেসের এ তরুণী বুঝিয়ে দিয়েছেন, তিনি ক্ষমা চেয়ে মাথা নোয়াবেন না। রামাইয়া বলেছেন, ‘আমি সম্মানের সঙ্গে বলছি, ‘পাকিস্তান নরকের সমান’। এ মন্তব্যের সঙ্গে একমত হতে পারছি না।’ সম্প্রতি সার্কের একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে পাকিস্তান ঘুরে এসেছেন তিনি। দেশে ফেরার পরে একটি সভায় রামাইয়া বলেছিলেন, ‘পাকিস্তান কোনও নরক নয়। ওখানকার মানুষও আমাদের মতোই। ওরা আমাদের সঙ্গে খুব ভাল ব্যবহার করেছেন।’ কিন্তু তার এই মন্তব্য নিয়ে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে। রামাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ঠুকেছেন কর্নাটকেরই এক আইনজীবী কে ভি গৌড়া। যার শুনানি ২৭ অগস্ট। সপ্তাহখানেক আগে পাকিস্তানের সঙ্গে নরকের তুলনা টেনেছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। তিনি বলেছিলেন, ‘পাকিস্তানে যাওয়া নরকযাত্রার সমান।’ পর্রীকরের মন্তব্যকে ঘিরে রামাইয়া ওই কথা বলেছেন কি না, সেই প্রশ্নও উঠেছে।' তবে ওই মন্তব্যের জন্য তাকে কাঠগড়ায় তোলা হবে জেনেও প্রাক্তন সাংসদ জানিয়ে দিয়েছেন, ক্ষ‌মা চাওয়ার কোনও প্রশ্নই নেই। তিনি কোনও ভুল করেননি। একুশে সংবাদ: রামাইয়ার কথায়, ‘কোনও অহংবোধ থেকে আমি এ কথা বলিনি। অন্য কোনও ঘটনা হলে নিশ্চয়ই ক্ষমা চাইতাম। কিন্তু এ ক্ষেত্রে যদি ক্ষমা চাই, যে বৃহত্তর কারণে আমরা লড়াই করছি, সেটাই হারিয়ে যাবে।’ দিব্যা স্পন্দন নামে কন্নড় এই অভিনেত্রী রামাইয়া নামেই জনপ্রিয়। কর্নাটকের মান্ড্যয় নারীদের একটি সভায় তার মুখে পাকিস্তান সফরের অভিজ্ঞতার কথা উঠে আসে। ২০১৩-১৪ সালে তিনি মান্ড্যরই সাংসদ ছিলেন। মান্ড্যয় ওই কথা বলার জন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদোহের অভিযোগ ওঠায় রামাইয়া বলেন, ‘এই তো আমাদের দেশের অবস্থা। কেউ নিজের মতপ্রকাশ করলেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।’ বিজেপি সরকার বাগ্স্বাধীনতা খর্ব করার লক্ষ্যে এগোচ্ছে বলে মনে করেন তিনি। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ‘যদি পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাওয়া রাষ্ট্রদ্রোহ হয়, তা হলে প্রথম মামলাটি হওয়া উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তিনি তো আচমকা পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়িতে গিয়ে আতিথ্য গ্রহণ করেছিলেন!’ বিজেপির রাজ্য সম্পাদক সি টি রবির অবশ্য দাবি, এ সময়ে দাঁড়িয়ে পাকিস্তান সম্পর্কে রামাইয়ার এমন মন্তব্য মোটেই কাম্য নয়। পাকিস্তান সেই সব জঙ্গিকে আশ্রয় দিচ্ছে, যারা ভারতে হামলা চালিয়েছে বা কাশ্মীরে গোলপাল পাকাচ্ছে। তার কথায়, ‘রামাইয়া যা বলেছেন, বেশির ভাগ ভারতীয়র ভাবাবেগে আঘাত করবে।’       একুশে সংবাদ ডটকম    //   এম   //  ২৪.০৮.১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1