সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে বিডি খবরের ১ম বর্ষপূর্তি পালিত

প্রকাশিত: ০৪:০৯ পিএম, আগস্ট ২০, ২০১৬
একুশে সংবাদ: : শোকাবহ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে নড়াইলে পালিত হয়েছে সাপ্তাহিক বিডি খবর পত্রিকার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। সত্য প্রকাশের প্রত্যয় নিয়ে নড়াইল থেকে প্রকাশিত খুলনা বিভাগের অন্যতম সাপ্তাহিক বিডি খবর পত্রিকাটি গুটি গুটি পায়ে এক বছর অতিক্রম করে ২য় বর্ষে পদার্পণ করেছে। লিটন দত্ত প্রকাশিত ও সম্পাদিত বিডি খবর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা ও দেশাত্ববোধক সংঙ্গীতানুষ্ঠান। ১৮ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫ টায় বিডি খবর পরিবার আয়োজিত রূপগঞ্জ প্রজন্ম চত্ত্বরে পত্রিকাটির সিনিয়র কনসালটেন্ট ফরিদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সিদ্দিকুর রহমান, লোহাগড়া পৌরসভার নব নির্বাচিত মেয়র মোঃ আশরাফুল আলম, বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদেক খান, যুবলীগ নেতা হাফিজ খান মিলন, দেবাশিষ কুন্ডু মিটুল ও তরফদার রেজাউল ইসলামসহ আরো অনেকে। পত্রিকাকে সমাজের দর্পণ হিসেবে আখ্যায়িত করে আলোচনা সভার প্রধান বক্তা এ্যাড. সুবাস চন্দ্র বোস বলেন, একটি সমাজকে দুর্ণীতিমুক্ত করতে এবং সরকারের দেওয়া সুযোগ সুবিধা জনগনের দোরগড়ায় পৌছেঁ দিতে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাপ্তাহিক বিডি খবর পত্রিকা বলিষ্ঠ ভূমিকা পালন করে এসেছে, আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরো সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং তিনি পত্রিকাটির সাংবাদিকদের আরো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান। বিডি খবর পত্রিকাটির ভবিষ্যত সাফল্য কামনা করে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বলেন, সাপ্তাহিক বিডি খবর খুবই স্বল্প সময়ে নড়াইলবাসী সহ বিভিন্ন অঞ্চলের পাঠকদের মনে স্থান করে নিতে সক্ষম হয়েছে। নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক লিটন দত্ত, নির্বাহী সম্পাদক মির্জা মাহমুদ রন্টুসহ সকল সাংবাদিকদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার বলেন, অনেক চড়াই উৎরাই পার করে হাটি হাটি পা পা করে বিডি খবর ১ম বছর পার করে ২য় বছরে পদার্পণ করেছে এটি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। বিডি খবরের সকল কর্মকান্ডে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিডি খবর পরিবারকে শুভেচ্ছা জানিয়ে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সিদ্দিকুর রহমান বলেন, সাংবাদিকদের লুণ্ঠিত স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যেই এ পত্রিকাটি ইতিহাসের বিভিন্ন পর্যায় জনগণের কথা স্পষ্টভাবে তুলে ধরে আলাদা বৈশিষ্টের প্রকাশ ঘটিয়েছে। তিনি আরো বলেন, প্রথম বছর পথ চলায় বলিষ্ঠ উচ্চারণে বস্তুুনিষ্ঠ সংবাদ উপস্থাপনে এক অনন্য সংবাদপত্র সাপ্তাহিক বিডি খবর। জাতি যতবার বিপদগ্রস্থ হয়েছে, ততবার সাংবাদিকদের লেখনীতে তা থেকে পরিত্রাণ পেয়েছে। সুতরাং বিডি খবরকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হতে হবে। জেলা যুবলীগ নেতা হাফিজ খান মিলন বলেন, সাংবাদিকরা বর্তমানে কঠিন সময় পার করছেন। দেশের অন্যান্য সংস্থা বা সংগঠনের তুলনায় সাংবাদিকদের পেশা অত্যন্ত ঝুঁকিপূর্ন। তবে সে তুলনায় বা সংগঠনের তুলনায় সাংবাদিকরা সুযোগ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত। একটি সমাজ, জাতি তথা বিশ্বকে সমৃদ্ধ করতে চাইলে গনমাধ্যকে আরো বস্তুনিষ্ঠভাবে কাজ করতে হবে বলে জানিয়ে তিনি বিডি খবরের উত্তরাত্তোর সাফল্য কামনা করেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। সবশেষে এক মনোজ্ঞ দেশাত্ববোধক সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।     একুশে সংবাদ ডটকম   //   এম   //   ২০.০৮.১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1