সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডিমলায় তিস্তার অসহায় বানভাসীদের পাশে আওয়ামীলীগ থাকলেও নেই জাপা ও বিএনপি!!

প্রকাশিত: ১১:০০ এএম, আগস্ট ৫, ২০১৬
একুশে সংবাদ: নীলফামারী প্রতিনিধিঃঃ-নীলফামারী ডিমলায় তিস্তানদীর ভয়াবহ বন্যায় হাজার হজার মানুষেরা ক্ষতিগ্রস্হ্য হয়ে মানবেতর জীবন-যাপন করলেও অন্যান্য রাজনৈতিক,সামাজিক সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান,ব্যক্তি এগিয়ে আসলেও দুর্গতদের পাশে দাঁড়ায়নি দেশের অন্যতম বৃহৎ দুই দল বিএনপি ও বর্তমান সরকারের শরিক দল জাতীয় পার্টি।যা কিনা অনেকেই বলছেন, ডিমলায় তিস্তার বানভাসীদের পাশে আওয়ামীলীগ থাকলেও নেই জাপা ও বিএনপি!! ত্রাণ বিতরণতো দুরের কথা বানভাসীদের খোঁজখবরও নিচ্ছেন না দল দুটির কোন নেতা কর্মী।কেন্দ্র থেকে কোনো নেতাকর্মী বানভাসীদের তো কোন খোজ খবর নিতে আসননি,এমন কি এ ব্যাপারে দেয়া হয়নি কেন্দ্র থেকে স্হানীয় নেতাকর্মীদের কোন প্রকার নির্দেশও।।তবে বিএনপি বানভাসীদের সহযোগীতায় পাশে দাঁড়ানোর আশ্বাসের বানী শোনালেও কোন চেষ্টাই করছে না জাতীয় পার্টি!!অথচ নীলফামারী-০১(ডোমার-ডিমলা) আসনে কোন প্রকার এই এলাকায় রাজনীতি না করে এবং এই এলাকায় নিজের নাগরীকত্ব না থেকেও হঠাৎ জোট থেকে মনোনয়ন পেয়ে গত সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সংসদ সদস্য(এমপি)নির্বাচিত হয়েছিলেন জাফর ইকবাল সিদ্দিকী!! তখন তিনি এই এলাকার মানুষের পরিচিত না হয়েও কেনো,কিভাবে জাতীয়পার্টি থেকে এই এলাকার মনোনয়ন পেয়েছিলেন তারও যতেষ্ট গ্রহনযোগ্য ব্যাখ্যা ছিলো সেই সময়ের প্রতিমুহুর্তেই এই এলাকার জনগনের মুখে-মুখেই। 2016-07-23 08.56.13 মধ্য রমজানে তিস্তার পানি বৃদ্ধির ফলে বন্যা দেখা দেয় ডিমলা উপজেলার তিস্তা অববাহিকার কয়েকটি ইউনিয়নে। যা পরবর্তিতে ভয়াবহ রুপ নিয়ে এখন পর্যন্ত দৃশ্যমান । উপজেলা প্রশাসন সুত্র জানায়, টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী, মধ্য খড়িবাড়ী, পুর্ব খড়িবাড়ী, একতার বাজার, দীঘির পাড়, টাবুর চরসহ ১০টি গ্রামে ২২৪০টি পরিবার বসবাস করলেও ইতোমধ্যে ১৮৩৬টি পবিবারের বসতভিটা, আবাদী জমি, বিদ্যালয়, রাস্তাঘাট কালভার্ট বিলিন হয়ে গেছে নদী গর্ভে। বাকী পরিবারগুলি রয়েছে পানিবন্দি অবস্থায়। এছাড়া ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা ও ফরেষ্টের চরের ৩৪৫টি পরিবার, খগাখড়িবাড়ী ইউনিয়নের কিসামত ছাতনাই গ্রামের ৩৫টি পরিবার তিস্তা নদীতে বিলিন হয়ে গেছে। 2016-07-26 04.52.43 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) নায়েমা তাবাচ্ছুম শাহ জানান, তিস্তার সিলট্রাপে ৪৯৭টি পরিবার, তিস্তার ক্যাঞ্জার ড্যাম (কলম্বিয়া বাঁধে) ১৪৭টি পরিবার, তেলির বাজার ১২০টি, চেয়ারম্যান বাড়ী সংলগ্ন বাঁধে ৮৪টি, যৌথ বাঁধে ১৭৭টি, সানিয়াজান বাঁধে ২১৭টি, ফ্লাড ফিউজ সংলগ্ন বাঁধে ১৮৭টি পরিবার, খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া বাঁধে ৫০টি পরিবার, কালীগঞ্জ যৌথ বাঁধে ৪০টি পরিবার, ঝুনাগাছ চাপানি ইউনিয়নের পুর্ব ছাতুনামায় ৩১৭টি পরিববার আশ্রয় নিয়েছে।বিশেষ করে বন্যায় তিস্তানদী বেষ্টিত টেপাখড়িবাড়ী ইউনিয়নটিতে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান, বন্যা ও ভাঙ্গনের ফলে পুরো ইউনিয়নের গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানসহ ইউনিয়নটি ডিমলার মানচিত্র হতে হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বন্যা কবলিত গ্রামগুলোর অভ্যন্তরে থাকা ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১টি উচ্চ বিদ্যালয়, ১টি কিন্টার গার্টেন ছাড়াও ২টি কমিউনিটি ক্লিনিক, বিজিবি ক্যাম্প গলা পানিতে তলিয়ে রয়েছে। রাস্তাঘাট, পুল কার্লবাট বিদ্ধস্ত হয়ে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় শিক্ষা কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে বলে জানান তিনি। তবে বন্যা দুর্গতদের পাশে না দাঁড়ানোর বিষয়টি স্বীকার করে ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুজ্জামান গাজী বলেন, অদ্যাবধি দলের পক্ষ্য থেকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পারিনি। বন্যা কবলিত মানুষদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।এদিকে বিএনপি উদ্যোগ গ্রহন করলেও কোন চেষ্টাই করছে না বর্তমান সরকারের শরিক দল জাতীয় পার্টি(জাপা) এমনকি পাননি কোন নির্দেশনাও স্থানীয় নেতারা। উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী জানান, দলের পক্ষ্য থেকে দুর্গতদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা এখোনো গ্রহণ করা হয়নি। উপরের কোন নির্দেশনাও আসেনি। তবে দুর্গতদের পাশে দাঁড়ানো বিষয়ে প্রাক্তন সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী জানান, ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে সরকারী সহায়তার পাশাপাশি বানভাসীদের জন্য প্রয়োজনীয় ত্রাণ, নগদ টাকাসহ অন্যান্য উপকরণ নিয়মিতই বিতরণ করছেন স্হানীয় আওয়ামীলীগসহ তার অঙ্গসংগঠন। এবং স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। বানভাসী মানুষের আজ প্রশ্ন দেশের সকল রাজনৈতিক দলই সব সময়ে দাবি করেন যে,জনগন তাদের সাথেই আছে।অথচ আজ সেই জনগনের চরম দুর্দিনে দেশের কোন রাজনৈতিক দল তাদের সাথে ও পাশে আছেন??? একুশে সংবাদ ডটকম//এম//০৫.০৮.১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1