সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য জরুরি স্বাস্থ্য ক্যাম্প

প্রকাশিত: ১০:৫৯ এএম, জুলাই ৩১, ২০১৬
একুশে সংবাদ: গাইবান্ধা প্রতিনিধি ঃ গাইবান্ধার সাঘাটা ও ভরতখালী ইউনিয়নের বন্যকবলিত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এসকেএস ফাউন্ডেশন বাস্তবায়নাধীন এনরিচ প্রকল্পের মাধ্যমে জরুরি ভিত্তিতে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে। সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নে এসকেএস ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নূতনকুড়ি বিদ্যাপীঠে গতকাল থেকে শুরু হওয়া এই স্বাস্থ্য ক্যাম্প আপাতত আগামী ৭ দিন চলবে। প্রয়োজনে এই মেয়াদ বৃদ্ধি করা যাবে বলে এসকেএস এর লুৎফর রহমান জানান। এমবিবিএস ডাক্তার সাখাওয়াত হোসেনের নেতৃত্বে ৫ জন স্বাস্থ্য সেবিকা ও ৩ জন স্বাস্থ্য সহকারী হেলথ ক্যাম্পে কাজ করছে। হেলথ ক্যাম্পে রোগীদের প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন ওষুধ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। হেলথ ক্যাম্পে নারীদের উপস্থিতি বেশী এবং সেই সঙ্গে শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা রাখা হয়েছে। সকল রোগীদের স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতামূলক বিভিন্ন বিষয়ের উপর ওরিয়েন্টেশন দেয়া হচ্ছে। একুশে সংবাদ ডটকম//এম//৩১.০৭.১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1