সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এবারের ঈদুল আজহা যানজটমুক্তভাবে উদযাপন করা যাবে

প্রকাশিত: ০৫:১৯ পিএম, জুলাই ২৯, ২০১৬
একুশে সংবাদ : ঈদুল আজহায় রাস্তা যানজটমুক্ত রাখতে সাত দিনের মধ্যে রাস্তার উপর অবৈধ স্থাপনা দখলমুক্ত করবেন বলে জানিয়েছেন সেতু ও সড়ক যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এ ব্যাপারে ইতোমধ্যে জেলা ও পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণে নির্মিতব্য ‘মতলব সেতু’র কাজ দেখতে এসে তিনি একথা বলেন। সেতু মন্ত্রী বলেন, ‘সড়ক ও জনপথের বহু জায়গা বেদখল হয়ে আছে। তা’ দখলমুক্ত না করতে না পারলে সড়ক যানজটমুক্ত রাখা যাবে না। আমি আশা করছি এবারের ঈদুল আজহা যানজটমুক্তভাবে উদযাপন করা যাবে।’ মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘এবছর থেকে পশুর হাট রাস্তার পাশে বসবে না। এ ব্যাপারে জেলা ও পুলিশ প্রশাসন এখন থেকে ব্যবস্থা নেবেন।’ ওবায়দুল কাদের আরো বলেন, ‘ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি আমাদের টার্গেট অন্তত ঈদ উপলক্ষে রাস্তাগুলো সচল রাখা। অবশ্য আমি দেখেছি কিছু কিছু রাস্তার সমস্যা আছে। সে ক্ষেত্রে কিছু গাফিলতি আছে। মন্ত্রী আসলেই চুলা জ্বলবে, আর মন্ত্রী চলে গেলে চুলা নিভে যাবে- আমি সে কাজ চাই না।   আমি সেই ইঞ্জিনিয়ার দেখতে চাই, যে প্রবল বর্ষণের মাঝে মাথায় ছাতা নিয়ে কাজ পরিদর্শন করছেন। এমনও লোক আছে। কিন্তু বেশিরভাগই কমিটমেন্ট নিয়ে কাজ করেন না। ফলে সমস্যার সমাধান হয় না। এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, পুলিশ সুপার শামসুন্নাহার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত প্রমুখ।   একুশে সংবাদ ডটকম/এম এ /২৯-০৭-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1