সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রোলস রয়েস ভিশন নেক্সট ১০০ এর তাক লাগানো গাড়ি

প্রকাশিত: ০২:৪৩ পিএম, জুন ২৬, ২০১৬
একুশে সংবাদ: গাড়িটি দরজার সামনে আসতেই বের হয়ে আসলো কার্পেট। খুলে গেলো পাশের দরজা। সাথে উপরের সানরুফ। ভেতরে অর্ধ গোলাকার একটি বসার সোফা। আর গাড়িটির সামনে পাখাযুক্ত সেই দামি লোগোটি। এতক্ষণে হয়তো আপনি চিন্তা করতে শুরু করে দিয়েছেন। কি এমন গাড়ি? রোলস রয়েস গাড়ির নাম নিশ্চয় শুনেছেন? যুক্তরাজ্যের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস নতুন এমন একটি গাড়ি তৈরি করতে যাচ্ছে যেটি পরবর্তী ১০০ বছর গাড়ির জগতে নেতৃত্ব দেবে। এমনটাই আশা করছে প্রতিষ্ঠানটি। গাড়িটির ফ্রন্ট সাইড দেখলে আপনার গাড়িটির সামনের চাকা খুঁজে পেতে কষ্ট হবে। গাড়িটির মডেল রোলস রয়েস ভিশন নেক্সট ১০০(১০৩এক্স)। গাড়িটিতে কোন ড্রাইভিং সিট নেই। স্বনিয়ন্ত্রিত ভাবে গাড়িটি পরিচালিত হবে। গাড়িটির সামনের অংশটি বেশ প্রশস্ত। পেছনের সিটটি বেশ পেছনে বসানো হলেও এতে লাগেজ রাখার কোন সুবিধা নেই ভাবলে ভুল হবে। লাগেজ রাখার জন্য গাড়িটির সাইডে রয়েছে সাইড বক্স। গাড়িটিকে বেশ আকর্ষণীয় করে বানানো হয়েছে। গাড়িটির কার্পেট শুধু গাড়ি থেকে নামতেই সহযোগিতা করবে না। এই কার্পেটটি আপনাকে রেড কার্পেটে হাঁটার অনুভূতি দেবে। কৃত্তিম বুদ্ধিমত্তায় গাড়িটি পরিচালিত হবে। গাড়িটির ইন্টেরিয়র এবং আউটডোর ডিজাইনে সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। গাড়িটি এখনো কনসেপ্ট পর্যায়ে রয়েছে। গাড়িটিতে প্রবেশ করার পর গাড়িটি আপনাকে অভ্যর্থনা জানাবে। ‘হ্যালো, আমি অ্যালেনা। আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবো।’ গন্তব্যে পৌঁছে যাওয়ার পর গাড়িটি আপনার গন্তব্যে পৌঁছে যাওয়ার খবর আপনাকে জানাবে এবং আপনার ভালো সময় কাটুক এই শুভেচ্ছা জানাতেও সে ভুলে যাবে না। গাড়িটির মূল্য কেমন হতে পারে সে সম্পর্কে এখনো কোন ধারণা দেয় নি প্রতিষ্ঠানটি। একুশে সংবাদ ডটকম/ক/২৬/০৬/১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1