সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাজেটে প্রতিফলন ঘটেনি ব্যবসায়ীদের : এফবিসিসিআই

প্রকাশিত: ০৫:৫৯ পিএম, জুন ৩, ২০১৬
একুশে সংবাদ: ‘নতুন অর্থবছরের (২০১৬-১৭) প্রস্তাবিত জাতীয় বাজেট আগের বাজেটগুলোর তুলনায় বেশ জটিল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমদ এসব কথা বলেছেন। ফলে এফবিসিসিআই, অনেক অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সংগঠনের দাবির প্রতিফলন এই বাজেটে ঘটেনি।’ শুক্রবার ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘এবারের বিশাল বাজেটে করের আওতা না বাড়িয়েই আয় বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এফবিসিসিআই’র পক্ষ থেকে বাজেটের জন্য ৭টি পয়েন্ট (প্রস্তাব) দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত তার কোন প্রতিফল দেখতে পারিনি। অনেক অ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী সংগঠনের দাবির প্রতিফল বাজেটে ঘটেনি।’ এফবিসিসিআই সভাপতি বলেন, ‘আমাদের ৪৮০টি অ্যাসোসিয়েশন রয়েছে, ৮০টি চেম্বার রয়েছে, জয়েন্ট চেম্বার রয়েছে। অনেক অ্যাসোসিয়েশন এ বাজেট গ্রাহণ করতে পারছে না। তারা আমাদের কাছে প্রতিক্রিয়া পাঠাতে চাচ্ছেন। এ বিশাল বাজেটকে পর্যালোচনার জন্য আমাদের আরও সময়ের প্রয়োজন আছে। প্রস্তাবিত বাজেটের সার্বিক বিষয় পর্যালোচনা করে আগামী ৭ অথবা ৮ জুন এফবিসিসিআই’র পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো হবে। মাতলুব আহমদ বলেন, ‘এ বারের বাজেট বিশ্লেষণের জন্য আমাদের তিনটি টিম কাজ করছে। বাজেটে যে টি পয়েন্ট আমরা চেয়ে ছিলাম, সে টি পয়েন্টের প্রতিফলন আমরা এখনো খুঁজে পাইনি। বরঞ্চ সরকার কিভাবে আরও ট্যাক্স আদায় করা যায় এবং ছোট ছোট ব্যবসায়ীদের উপর ট্যাক্স আদায়ের নতুন ফর্মুলা দিয়েছে। সেই ফর্মুলা এখন আমাদের খুঁজে খুঁজে বের করতে হচ্ছে ওনারা কিভাবে এগুলো অর্জন করতে চান। ফেডারেশন মনে করে কোন ভ্যাট বা ট্যাক্স অন্যায়ভাবে ব্যবসায়ীদের উপর চাপিয়ে দিলে, তা আদায় করা কঠিন হবে।’ তিনি আরও বলেন, ‘রাজস্বের আকার বড় হওয়া মানেই ব্যবসায়ীদের আরও টাকা দিতে হবে। আমরা টাকা দিতে প্রস্তুত। কিন্তু আমরা আমাদের সাধ্যের মধ্যে থাকতে চাই। আমরা ব্যবসায়ীদের কথা সরকারের কাছে তুলে ধরবো এবং আমরা ৪ মাস থেকে যে প্রস্তাবগুলো সরকারের কাছে দিয়েছিলাম, সেটা কতোটুকু সরকার নিয়েছে, কতোটুকু নেয়নি তাও তুলে ধরবো। তাহলে আগামী বাজেটে আমরা বাজেট মিটিং (সভা) করবো কি করবো না, সেটা নিয়েও আমাদের চিন্তা করতে হবে।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এফবিসিসিআই’র সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘প্রস্তাবিত বাজেটে পোশাক খাতের করপোরেট করহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। অপরদিকে উৎস কর দশমিক শূন্য ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। উৎস কর দিতে মোট উৎপাদনের উপর। ১ শতাংশ উৎস কর ৫০ শতাংশ করপোরেট করের সমান। আমরা চাই শুধু মুনাফার উপর কর ধরা হোক। তা না হলে রফতানি আয়ের যে প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, তা মুখ থুবড়ে পড়বে।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, পরিচালক হাবিবুল্লা ডন, হারুনর রশিদ, শামীম আহমেদ প্রমুখ। একুশে সংবাদ ডটকম/ক/৩/০৬/১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1