সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

হরিপুরে বীজ উৎপাদনে সাফল্য পেয়েছে রিয়াজুল

প্রকাশিত: ০৩:৫৫ পিএম, মে ১৪, ২০১৬
রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের হরিপুরের রিয়াজুল বিভিন্ন জাতের বীজ উৎপাদনে বেশ সফলতা পেয়েছেন। মিষ্টি কুমড়া, লাউ, আলু, লালশাক, পেঁয়াজ, মুলা, করলাসহ বিভিন্ন জাতের বীজ উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন অবহেলিত জনপদের মানুষকে। নজরে পড়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ভাল মানের বীজ উৎপাদন করে কৃষক উপকৃত হচ্ছেন। ভেজাল ও নি¤œমানের বীজ ক্রয় করে ঠকতে হচ্ছে না কৃষককে। জেলার সীমান্তবর্তী এলাকা হরিপুর। জেলা শহর থেকে ৬৫ কিঃমিঃ দুরের পথ। অনেকটায় অবহেলিত জনপদ। শিক্ষার আলো উপজেলা জুড়ে ততটা প্রধান্য পায়নি আজো। এলাকার মানুষ হাতে খাটে পেটে খায়। অনেকে শিক্ষার আলোকে জলাঞ্জলি দিয়ে চোরাকারবারি মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। তাতে কি গোবরে পদ্ম ফুল ফুটেছে। রিয়াজুলের চিন্তা চেতনাকে কাজে লাগিয়ে তিনি সফলতা অর্জন করেছেন। স্বাধীনতার ৪৩ বছরের মাইল ফলক হয়ে দাঁড়ালো রিয়াজুলের বীজ উৎপাদন মিশন। তিনি নিজে একজন রাসায়নিক সার ও কীটনাশক ব্যবসায়ী। ব্যবসার ক্ষেত্রে বীজ বিক্রী করতে হতো তাকে। তিনি নিজেও অনেক সময় নি¤œমানের বীজ ক্রয় করে প্রতারিত হয়ে স্বপ্ন আঁকেন ভাল মানের বীজ উৎপাদনের। ২০০০ সাল থেকে অনের জমি বন্ধক নিয়ে শুরু করেন লাউ, পেয়াজ, লালশাক, করলাসহ নানা জাতের বীজ উৎপাদন মিশন হাতে নেন। বীজ উৎপাদন করে বীজ সংগ্রহকারী প্রতিষ্ঠানের কাছে তা বিক্রী করে আসছেন। কৃষক রিয়াজুল বলেন, আমি ১৫ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়ে ১৭৫ বিঘা জমি বন্ধক নিয়ে বীজ উৎপাদন অভিযান মুরু করি। দেশের স্বনামধন্য বীজ সংরক্ষনকারী প্রতিষ্ঠান এসিআই, লালতীর, চমকসহ বেশ কিছু প্রতিষ্ঠান আমার উৎপাদিত বীজ ক্রয় করেন। চলতি বছর ২১ বিঘা তাহেরপুরি পিয়াজের বীজ উৎপাদন করেণ। সেখানেও আসে সফলতা। সোয়া ৬ লক্ষ টাকা খরচ করে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা পান তিনি। ৭৫ বিঘা মুলা বীজ উৎপাদনে ৯ লাখ টাকা খরচ করে পান সাড়ে ১২ লক্ষ টাকা, ৩৯ বিঘা লালশাকের বীজ উৎপাদনে প্রায় ৪ লক্ষ টাকা খরচ করে পান ৬ লক্ষ ৫০ হাজার টাকা। কৃষক রিয়াজুল বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুব আলম সহযোগিতায় বীজ উৎপাদনে বেশ সফলতা পেয়েছি। উপজেলা বীজ সংরক্ষণের কোন ব্যবস্থা থাকলে তিনি আরো উৎসাহের সাথে কাজ করতে পারতাম। বীজ উৎপাদন পরিকল্পনা হাতে নিয়ে অনেক বেকার কাজ করতে পারছে। বেড়েছে কর্মসংস্থান। বীজ সংরক্ষণের ব্যবাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহবান জানিয়ে তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন। হরিপুর উপজেলা কৃষিকর্মকর্তা নয়মুল হুদা সরকার বলেন, কৃষক রিয়াজুলের বীজ ক্ষেত আমরা খোজ খবর রাখি সার্বক্ষনিকভাবে। বীজ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় তিনাকে বীজ বাইরে বিক্রী করতে হয়। রিয়াজুল ইসলামকে সার্বিক সহযোগিতা আমাদের রয়েছে। এ সফলতা হরিপুর উপজেলা তথা ঠাকুরগাওয়ের বলেও তিনি আত্ম প্রকাশ করেণ।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1