সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আইসিটি হবে আগামী দিনের বৈদেশিক আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ খাত -পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত: ০৩:৩৮ পিএম, মে ৮, ২০১৬
একুশে সংবাদ : পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল বলেছেন , অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধি অর্জনের আইসিটি হচ্ছে অন্যতম প্রধান খাত । আমাদের জনগোষ্ঠী খুবই বুদ্ধিমান এবং কঠোর পরিশ্রমী । দেশের শতকরা ৭০ ভাগ ছেলে এবং মেয়ে কর্মক্ষম বয়সী । এ বিশাল সম্পদকে কাজে লাগাতে আইসিটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে । মন্ত্রী আজ ঢাকায় আইসিটি বিভাগ আয়োজিত তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নাগরিকদের ক্ষমতায়ন করে প্রবৃদ্ধি গতিশীল করণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন । অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং আইসিটি বিভাগের সচিব অনুষ্ঠানে বক্তৃতা করেন । পরিকল্পনা মন্ত্রী বলেন , দেশের ছয়কোটি মানুষ ইন্টারনেট এবং শতকর প্রায় নব্বইভাগ মানুষ মোবাইল ব্যবহার করে। এটা অভাবনীয় সাফল্য । জিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত কর্মসুচি বাস্তবায়নের যে যাত্রা শুরু হয়েছে এর সুফল মানুষ আজ পেতে শুরু করেছে । দেশ আজ এগিয়ে যাচ্ছে অভাবনীয় গতিতে । দক্ষিন পূর্ব এশিয়ায় বাংলাদেশ বিনিয়োগের জন্য থ্রাস্ট সেক্টরে পরিণত হয়েছে । তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে আইসিটি খাতের অগ্রগতিতে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসুচির উল্লেখ করেন । তিনি আইসিটি শিক্ষা সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন , আইসিটি হবে আগামীদিনের বৈদেশিক মূদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত । একুশে সংবাদ /এস /০৮-০৫-১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1