সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মোৎসবে নওগাঁর রবীন্দ্র কাছারী বাড়িতে এখন সাজ সাজ রব

প্রকাশিত: ০৫:০৪ পিএম, মে ৭, ২০১৬
নাজমুল হক নাহিদ, নওগাঁ সংবাদদাতা: নওগাঁর আত্রাইয়ের পতিসরে রবীন্দ্র কাছারী রাড়িতে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মোৎসব উপলক্ষে এখন সাজ সাজ রব। “ আমাদের ছোট ছোট নদী/ চলে বাঁকে বাঁকে/ বৈশাখ মাসে তার হাটু জল থাকে” বিশ্বকবির সেই বিখ্যাত “ আমাদের ছোট নদী” কবিতা যা কবি গুরুর জ্ঞানের অনন্য ছোঁয়া। “তোমরা নিজের পায়ে দাঁড়াও, তোমাদের সবার মঙ্গল হোক-তোমাদের সবাইকে এই আর্শীবাদই আমার শেষ আর্শীবাদ” যা ১৯৩৭ সালে কবিগুরু শেষবারের মতো এই পতিসরে এসে লিখেছিলেন। যেগুলো কবি নওগাঁর আত্রাইয়ের পতিসর তার কাছারী বাড়িতে এসে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া আঁকা-বাঁকা নাগর নদীকে নিয়ে লিখেছিলেন। এছাড়াও বিশ্বকবি তার বিখ্যাত কবিতা “দুই বিঘা জমি” “সন্ধ্যা” সহ অসংখ্য জগত বিখ্যাত সাহিত্য কর্ম রচনা করেছেন এই পতিসরের কাছারী বাড়িতে এসে। আগামী ২৫ বৈশাখ বিশ্বকবির ১৫৫ তম জন্মোৎসব সরকারি ভাবে উদযাপন করবে এই পতিসর কাছরী বাড়ি। তাই পুরনো এক বছরের সকল জরা-জীর্ণকে পিছনে ফেলে নতুন বছরের আগমনের সঙ্গে বিশ্বকবির জন্মকে নতুন চিত্তে ভাবার জন্য ধুয়ে-মুছে প্রস্তুত করা হচ্ছে কবির পতিসরের এই কাছারী বাড়িকে। সাজানো হচ্ছে বর্ণিল সাজে। প্রতি বছরের ন্যায় এবারেও এখানে আসবেন মন্ত্রি,এমপি,ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দেশ বরেন্য বিখ্যাত শিল্পি ও রবীন্দ্র ভক্তরা। নাচ, গান আর বিশ্বকবির রচিত কবিতা আবৃত্তি করে উদযাপন করা হবে বিশ্বকবির জন্মোৎসব। প্রায় এক বিঘা জমির উপড় অবস্থিত কবির এই কাছারী বাড়ি। এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে কবির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র। fffffffff সূত্রে জানা, ১৮৩০ খ্রিস্টাব্দে বিশ্বকবির পিতামহ দ্বারকানাথ ঠাকুর এই কালিগ্রাম পরগনাকে ক্রয় করে ঠাকুর পরিবারের জমিদারীর অংশে অর্ন্তভুক্ত করেন। এরপর বিশ্বকবি ১৮৯১ খ্রিস্টাব্দের ১৩ জানুয়ারী প্রথম আসেন তার এই পতিসরের কাছারী বাড়িতে জমিদারী দেখাশোনা ও খাজনা আদায় করতে। সেই সময় এই পরগনা থেকে খাজনা আদায় হত প্রায় ৫০,৪২০টাকা। বিশ্বকবি নোবেল পুরস্কার পাওয়ার পর তার পুরস্কারের অর্থ থেকে তিনি এই পরগনার প্রজাদের মাঝে বিলিয়ে দেয়ার জন্য ৭৫ হাজার টাকা তৎকালিন সময়ে এখানে অবস্থিত কৃষি ব্যাংকের মারফত পাঠিয়েছিলেন। এই প্রত্যন্ত গ্রাম এলাকার প্রজাদের মাঝে শিক্ষার আলো পৌছে দেয়ার লক্ষে কবি ১৯৩৭ খ্রিস্টাব্দে পতিসরে এসে তার ছেলে রথীন্দ্রনাথের নামে কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনষ্টিটিউশন স্থাপন করে এবং এই প্রতিষ্ঠানের নামে ২শত বিঘা জমি দান করেন। আর এই ১৯৩৭ খ্রিস্টাব্দের ২৬ জুলাই কবি শেষ বারের মত এসেছিলেন তার পতিসরের কাছারী বাড়িতে। কবির ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর ১৯৩৪ খ্রিস্টাব্দে এই এলাকার প্রজাদের জন্য সর্বপ্রথম আধুনিক সময়ের কলের লাঙ্গল এনেছিলেন। পরবর্তি সময়ে তৎকালিন সরকার ১৯৫২ খ্রিস্টাব্দে এক অডিন্যান্স বলে কালিগ্রাম পরগনার জমিদারি কেড়ে নিলে ঠাকুর পরিবারের এই জমিদারি হাতছাড়া হয়ে গেলে রথীন্দ্রনাথ ঠাকুর স্বস্ত্রীক পতিসর যাতায়াত বন্ধ করে দেন। তৎকালিন রবীন্দ্র বিরোধী পাকিস্তান সরকার ১৯৪৭ হতে ১৯৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে কোন অনুষ্ঠান করতে দেয়নি । এরপর দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৮ খ্রিস্টাব্দে সেই সময়ের তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জনাব তাহের উদ্দিন ঠাকুর সর্বপ্রথম অতিথি হিসেবে এখানে এসেছিলেন। ১৯৯৪ খ্রিস্টাব্দে সরকারি ভাবে পতিসরের এই রবীন্দ্র কাছারী বাড়ি প্রতœতত্ত্ব অধিদপ্তরের আওতায় নিয়ে আসা হয় এবং সরকারি ভাবে প্রতি বছর এখানে বিশ্বকবির জন্মোৎসব উদযাপন করা হয়। এবছরের ১এপ্রিল হতে এখানে টিকেটের ব্যবস্থা করা হয় । মাধ্যমিক পর্যায়ে ৫টাকা, মাধ্যমিকের পর হতে সকল পর্যায়ে ১৫টাকা, সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য ৫০টাকা এবং ইউরোপের নাগরিকদের জন্য ১০০টাকা হিসেবে টিকেটের পরিমাণ নির্ধারণ করেছে প্রতœতত্ত্ব অধিদপ্তর। নওগাঁ শহর থেকে পতিসরের দূরত্ব ৩৬ কিলোমিটার এবং আত্রাই হতে ১৬ কিলোমিটার। নওগাঁ এবং আত্রাই হতে মাইক্রোবাস, বাস, সিএনজি যোগে পতিসরে যাওয়া যায়। জেলা প্রশাসন সূত্রে জানা, পতিসরে দিনব্যাপী কবিগুরুর জন্মোৎসব উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। এবার কবিগুরুর পতিসরের কাছারী বাড়িতে কবির জন্মোৎসব উদযাপন অনুষ্ঠান উদ্বোধন করবেন পাট ও বস্ত্র মন্ত্রী মোঃ ইমাজ উদ্দিন প্রামাণিক। নওগাঁ জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মো: রাশেদ খাঁন মেনন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, মোঃ আব্দুল মালেক এমপি, বাবু সাধন কুমার মজুমদার এমপি, মোঃ ইসরাফিল আলম এমপি, মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি, বাসসের চেয়ারম্যান খ্যাতিমান কথা শিল্পী রাহাত খাঁন, নওগাঁ পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম,পিপিএম। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার ও রবীন্দ্র গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ আশরাফুল ইসলাম। এবিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান মুঠোফোনে জানান, বিশ্বকবির জন্মোৎসব উদযাপনের জন্য কাছারী বাড়িকে নতুন করে সাজানো এবং অতিথিদের আগমন সহ অনুষ্ঠান যেন ভালো ভাবে উদযাপন করা যায় সে লক্ষে সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। একুশে সংবাদ /এস/০৭-০৫-১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1