সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্টেশন অফিসার ধানসাগর সাময়িকভাবে বরখাস্ত

প্রকাশিত: ০৪:২৮ পিএম, মে ৪, ২০১৬
একুশে সংবাদ- বাগেরহাটের পূর্ব সুন্দরবনে এক মাসে ৪ দফা একই এলাকায় নামকতার আগুন প্রতিরোধে দায়িত্ব অবহেলার অভিযোগে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন অফিসার সুলতান মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তাকে পূর্ব বিভাগের সদর দপ্তর বাগেরহাটে ক্লোজ করার নির্দেশ দিয়েছে বন বিভাগ। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বুধবার সকালে এতথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই অভিযোগে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ তিন বনকর্মীকে বরখাস্ত করা হয়। গত ২৭ মার্চ থেকে ২৭ এপ্রিলের পর্যন্ত এক মাসে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনভূক্ত নাংলি ও তুলাতলা এলাকায় চার দফায় পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। যা সুন্দরবনের সংরক্ষণ ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন করে তোলে। এ আগুনে অন্তত ২০ একর বন ভূমি পুড়ে ছাই হয়ে যায়। এই নাশকতা আগুনের ঘটনায় থানা ও আদালতে বন আইনে তিনটি মামলায় ১৭ জনকে এজাহারভূক্ত আসামি করে সুন্দরবন বিভাগ। এসব আসামীরা স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী হওয়ায় তাদেও কাউকে এখনপর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। তবে সন্দেহজনক তিনজনকে আটক করে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। বারবার আগুন লাগার ঘটনা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় গত ১ মে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধান বন প্রধান সংরক্ষক মো. ইউনুছ আলী সুন্দরবনে নাশকতার আগুনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। একুশে সংবাদ ডট কম- ক/০৪-০৫-১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1