সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কিছু তথ্য যা মৃত্যু নিয়ে

প্রকাশিত: ০৪:১৮ পিএম, মে ৪, ২০১৬
একুশে সংবাদ- মৃত্যুর পরে ঠিক কী কী হয়? কীভাবে শরীর নিথর হয়ে যায়? অজানা এমন অনেক কিছুই রয়েছে যা নিয়ে আমরা ভেবে দেখি না। জেনে নিন মৃত্যু নিয়ে কিছু তথ্য- ১. মৃত্যুর তিন দিন পরেও যদি সৎকার না-হয়, তাহলে এনজাইম শরীরকে পঁচাতে শুরু করে। ২. চিকিৎসকদের খারাপ হাতের লেখার কারণে গড়ে প্রতি বছর ৭,০০০ মানুষ মারা যান। ৩. গড়ে বাঁ-হাতিদের থেকে ডান-হাতিদের আয়ু তিন বছর বেশি হয়। ৪. মৃত্যুর পরে শ্রবণশক্তি সবথেকে বেশিক্ষণ স্থায়ী হয়। ৫. মাউন্ট এভারেস্টে এ পর্যন্ত প্রায় ২০০টি মৃতদেহ পড়ে আছে। সেগুলি আজও নামিয়ে আনা যায়নি। ৬. প্রতি ৪০ সেকেন্ডে বিশ্বে কেউ না কেউ আত্মহত্যা করছেন। ৭. গড়ে প্রতিবছর হাঙরের আক্রমণে মারা যান ১২ জন মানুষ। প্রতিবছর মানুষের আক্রমণে মারা যায় গড়ে ১১,৪১৭টি হাঙর। ৮. ১৯২৩ সালে তৎকালীন রাশিয়ায় যত পুরুষ জন্মেছিলেন, তাদের ৮০ শতাংশই মারা যান দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ৯. গড়ে প্রতি বছর ৬০০ জন মার্কিন মারা যান বিছানা থেকে পড়ে গিয়ে। ১০. বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুর চেয়ে ট্যাক্সিতে করে এয়ারপোর্টে যাওয়া/আসার পথে মৃত্যুর সম্ভাবনা বেশি। ১১. প্রতি ৮টি মৃত্যুর অন্তত একটির সঙ্গে কোন না কোন ভাবে সম্পৃক্ত। একুশে সংবাদ ডট কম- ক/০৪-০৫-১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1