সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কোনো নির্দোষ ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে না ।

প্রকাশিত: ০৪:৩৩ পিএম, মে ৩, ২০১৬
একুশে সংবাদ : পুলিশ তথ্য প্রমাণ ছাড়া কোনো নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করে না বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। মঙ্গলবার (০৩ মে) দুপুরে রাজধানীর গুলিস্তানে পুলিশ হেডকোয়ার্টার্সের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। আইজিপি বলেন, একটি ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়েই পুলিশ একজন আসামিকে গ্রেফতার করে। নির্দোষ ব্যক্তিকে গ্রেফতারের অভিযোগ সত্য নয়। ব্লগাররা অনেক সময় নিরাপত্তা চাইলেও পুলিশ সাড়া দেয়নি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক বলেন, পুলিশ সবার নিরাপত্তা বিধানে সব সময় সাড়া দেয়। তবে সবার ঘরে ঘরে গিয়ে নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে কঠিন। তিনি আরও বলেন, আমাদের প্রতিরোধের কারণে হামলার সংখ্যা অনেক কমেছে। পুলিশি তৎপরতা না থাকলে বিভিন্ন ধরনের আরও ঘটনা ঘটতো। বিভিন্ন হত্যা মামলায় বিদেশি গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্তের ইচ্ছে প্রকাশের বিষয়টি আপনারা কীভাবে দেখছেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে এ কে এম শহীদুল হক বলেন, বাংলাদেশের ঘটনাগুলো বাংলাদেশ পুলিশই তদন্ত করবে। তবে এফবিআই সহায়তা করতে চাইলে করতে পারবে। ‘অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় এফবিআই বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করেছে। তারা ঘটনাস্থলে সিসি ক্যামেরার কয়েকটি ছবি ডেভেলপ করে দিয়েছে। আমরা আসামিদের শনাক্ত করেছি’। দেশে বর্তমান জঙ্গি তৎপরতা পরিস্থিতি কেমন জানতে চাইলে তিনি বলেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশে নয়, এটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্ব জঙ্গিবাদে আক্রান্ত। তারা চায় তাদের কর্মকাণ্ড বিশ্বব্যাপী ছড়িয়ে যাক। সিরিয়া, ইরাক, আফগানিস্থানে একই অবস্থা। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জঙ্গিরা মোটিভেশনাল কাজ করছে। এ কারণে জঙ্গিবাদের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। তবে পুলিশ তাদের এসব কার্যক্রম দাবিয়ে রাখার চেষ্টা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (মিডিয়া) এ কে এম শহিদুর রহমান প্রমুখ।         একুশে সংবাদ ডটকম/এম এ/০৩-০৫-২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1