সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ডিমলায় -ছাত্রী ইভটিজিংয়ের অপরাধে যুবকের তিনমাসের সাজাঁ

প্রকাশিত: ১০:৫৪ এএম, এপ্রিল ২৯, ২০১৬
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি: নীলফামারী ডিমলায় ৭ম শ্রেনীর ছাত্রী ইভটিজিং করার অভিযোগে আব্দুল লতিফ(৩০)নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।সাজা প্রাপ্ত যুবক ডিমলা উপজেলার বাবুর হাট কুটিরডাঙ্গা গ্রামের মৃত,তছির উদ্দিনের পুত্র।ডিমলা থানার এসআই তাজুল ইসলাম জানান,উপজেলার বাবুরহাট কুটির ডাঙ্গা গ্রামের কাসেম আলীর মেয়ে ও ডিমলা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর স্কুল পড়ুয়া ছাত্রী বিজলী আক্তার(১৩)কে দীর্ঘদিন যাবত স্কুল যাওয়া-আসার পথে ইভটিজিং করত এবং শীলতাহানি মুলক কথাবার্তা বলত একই এলাকার মৃত তছির উদ্দিনের বখাটে ছেলে লতিফ।বৃহস্পতিবার (২৮ এপ্রিল)সকালে মেয়েটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ করলে তা জেনে আরো ক্ষিপ্ত হয়ে উঠেন ওই যুবক ।মেয়েটি স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে কেয়ার বাজার নামক স্হানে দুপুর প্রায় তিনটার সময়-যুবক লতিফ তার পথরোধ করে শীলতাহানি ঘটানোর চেষ্টা করলে মেয়েটির আত্নচিৎকারে আশ-পাশের লোকেরা ছুটে আসবার আগে সে পালিয়ে যায়।মেয়েটি পুনরায় বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে আমি সঙ্গীয়ফোর্স নিয়ে উক্ত ইভটেজার যুবককে তার নিজ এলাকা থেকে বিকেলে গ্রেফতার করতে সক্ষম হই ।পরে রাত ৯টার সময় গ্রেফতারকৃত যুবককে ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট রেজাউল করিম,১৮৬০সালের ইভটিজিং আইনের ৫০৯ ধারায় তাকে তিনমাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1