সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিএনপি জোটে যাচ্ছেন ৫ কেন্দ্রীয় নেতা

প্রকাশিত: ০৪:১৩ পিএম, এপ্রিল ২৭, ২০১৬
একুশে সংবাদ: সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াকে ছেড়ে পাঁচজন কেন্দ্রীয় নেতাসহ বেশ কয়েকটি জেলা কমিটি ২০ দলীয় জোটভুক্ত সাইদ আহমেদের নেতৃত্বাধীন সাম্যবাদী দলে যোগ দিচ্ছেন। আজ বুধবার এক বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) কেন্দ্রীয় সম্পাদক সাইদ আহমেদের সভাপতিত্বে দিলীপ বুড়য়ার বিদ্রোহী অংশের নেতা হারুন চৌধুরী ঢাকার সেগুনবাগিচাস্থ বাসভবনে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সিনিয়র পলিটব্যুরোর সদস্য হানিফুল কবির, কেন্দ্রীয় নেতা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাসেল সরদার, স্বপন ও অরুন উপস্থিত ছিলেন। হারুন চৌধুরী তার আত্মসমালোচনামূলক আলোচনায় বলেন, ‘দিলীপ বড়ুয়ার মত নষ্ট ব্যক্তির সাথে আর কাজ করা যায় না। সাইদ আহমেদ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেনবলেই আজ তার সাথেই সমগ্র পার্টির কমরেডরা মার্চ করছে। তিনি বলেন, ‘দিলীপ বড়ুয়ার মত কুচক্রী স্বার্থান্বেষী বাম মুখোশধারীর কবল থেকে দলকে রক্ষা করে সাইদ আহমেদ, তোয়াহা ও সুখিন্দু দস্তিদারের আদর্শিক লাল ঝাণ্ডাকে ঊর্ধ্বে ধরে রেখেছেন। হারুন বলেন, ‘২০ দলীয় জোটভুক্ত সাইদ আহমেদের নেতৃত্বাধীন সাম্যবাদী দলই আমাদের ঐতিহ্যবাহী মাতৃপার্টি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা ২০ দলীয় জোটভুক্ত সাম্যবাদী দলেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, ‘সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সবকিছু হারিয়ে বর্তমানে এক ব্যক্তির পার্টিতে রূপান্তরিত হয়েছেন। সরকারি ছত্রছায়া ব্যতিত তার আর কোনো দলীয় কার্যক্রম নেই। আমাদের সাথে দিনাজপুর-কুষ্টিয়া-লক্ষ্মীপুর-চট্টগ্রাম, ঢাকাসহ প্রায় জেলা কমিটিই মাতৃপার্টিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। সাইদ আহমেদ বলেন, ‘অল্প কয়েকদিনের মধ্যেই আমরা আনুষ্ঠানিকতা শেষ করবো। আমি পূর্বেই বলেছিলাম, দিলীপ দা আপনি ভারত ও হাসিনা প্রীতি না ছাড়তে পারলে একসময় শূন্য হয়ে যাবেন। শহীদ বিপ্লবীদের রক্তের সাথে যারা বেঈমানী করবে প্রকৃত বিপ্লবীরা কোনোদিনই তাদের সাথে থাকবে না। একুশে সংবাদ /এস/২৭-০৪-১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1