সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে আত্মহত্যা

প্রকাশিত: ০৭:৫৪ পিএম, এপ্রিল ২৬, ২০১৬
একুশে সংবাদ: ছবি মুক্তি পাওয়ার আগেই আর্থিক ক্ষতির আশঙ্কায় আত্মহত্যা করেছেন এক ভারতীয় প্রযোজক। অজয় কৃষ্ণান নামে ২৯ বছর বয়সী এ প্রযোজক গত শনিবার কেরালার কোল্লামে থিরুমুল্লাভরমে নিজ বাড়িতে আত্মহত্যা করেন। প্রযোজক হিসেবে নিজের প্রথম ছবি ‘আভারুডি রাভুকাল’এর সফলতা নিয়ে শঙ্কা থেকেই তিনি এ আত্মহত্যার পথ বেছে নেন বলে নিউ ইনডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ। অজয় নিজের ছবি ‘আভারুডি রাভুকাল’-এর প্রিভিউ দেখে হতাশ হয়েই আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। কোল্লাম পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘ছবিটি তৈরি করতে তার খরচ হয়েছে ৪ কোটি রুপি। এরপরও ছবিটির সাফল্য নিয়ে শংঙ্কায় ছিলেন অজয়। এমনকি মা-বাবার সঙ্গেও এ নিয়ে আলোচনা করেছিলেন তিনি। এ কারণেই হয়তো আত্মহত্যার পথ বেছে নেন তিনি।’ পুলিশ কর্মকর্তা আরো জানান, এ সময় তার বাবা রাধাকৃষ্ণান পিল্লাই ও মা জয়কুমারি বাড়িতেই ছিলেন। অজয় কৃষ্ণান প্রযোজিত ছবিটিতে অভিনয় করেছেন আসিফ আলি, উনি মুকুন্দান, আজু ভারগেস, বিনয় ফোর্ট, হানি রোজ এবং লিনা। এটি যৌথভাবে পরিচালনা করেন শানিল মুহাম্মদ ও ফিলিপস ও মাঙ্কি পেন। প্রযোজনার আগে টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্রে কম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন অজয় কৃষ্ণান। এ তালিকায় ছিলো পৃথ্বিরাজ অভিনীত ‘মেমোরিস’। প্রযোজক অজয় কৃষ্ণানের আত্মহত্যার ঘটনাটি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একুশে সংবাদ ডটকম //এ// ২৬-০৪-১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1