সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নিহত শ্রমিকদের কবর সংরক্ষণ ও স্থায়ী স্মৃতিস্তম্ভ চাই

প্রকাশিত: ০৬:১৫ পিএম, এপ্রিল ২৪, ২০১৬
একুশে সংবাদ: রানা প্লাজা ভবন ধসের তিন বছর স্মরণ উপলক্ষে শ্রমিক নিরাপত্তা ফোরামের উদ্যোগে ২৪ এপ্রিল ২০১৬ জুরাইন কবরস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, প্রেসক্লাবে সমাবেশ ও সাভারে ৫দিন ব্যাপি তথ্য ও পরামর্শ কেন্দ্র পরিচালনা কার্যক্রম শুরু। আজ ২৪ এপ্রিল ২০১৬ রানা প্লাজা ভবন ধসের তিন বছর স্মরণ উপলক্ষে বাংলাদেশের জাতীয় পর্যায়ের মানবাধিকার সংগঠন, জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন, পরিবেশ ও উন্নয়ন ইস্যুতে কর্মরত সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত শ্রমিক নিরাপত্তা ফোরাম বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। ২৪ এপ্রিল ২০১৬ সকাল ৮টা ৩০ মিনিটে জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের কবরে ফোরামের সিনিয়র নেতৃবৃন্দ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ কর্মসূচীতে অংশ নেনে শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক প্রখ্যাত মানবাধিকার নেত্রী ড. হামিদা হোসেন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সভাপতি জনাব শিরীণ আখতার এমপি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় শ্রমিক লীগ এর সভাপতি আলহাজ্জ্ব শুক্কুর মাহমুদ, বিল্স এর সহকারী নির্বাহী পরিচালক জনাব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর অনারারী নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর যুগ্ম সমন্বয়কারী কামরুল আহসান ও জনাব আনোয়ার হোসেন, কর্মজীবী নারী এর নির্বাহী পরিচালক জনাব রোকেয়া রফিক বেবী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাধারণ সম্পাদক জনাব রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক জনাব এস এম ফয়েজ আহম্মদ, সেফটি এন্ড রাইটস ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব সেকান্দার আলী মিনা প্রমুখ। এছাড়াও শ্রমিক নিরাপত্তা ফোরামভুক্ত বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, আওয়াজ ফাউন্ডেশন, একশনএইড বাংলাদেশসহ জাতীয় পর্যায়ের মানবাধিকার সংগঠন ও জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতৃবৃন্দ। সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে ব্যানার, ফেস্টুন সহকারে প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করা হয়। সমাবেশ থেকে জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের কবর সংরক্ষণ ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জীবনব্যাপি চিকিৎসা ও সারাদেশে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রম আইনের বাস্তবায়নের দাবী জানানো হয়। এছাড়াও ২৪ এপ্রিল স্মরণে রানা প্লাজার সামনে ইন্সটলেশন প্রদর্শনীর আয়োজন করা হয়। এরপর রানা প্লাজার নিকটবর্তী আড়াপাড়াস্থ কারিতাস অফিস (মনোসামাজিক প্রকল্প), বাড়ি নং- বি ৬০/২, কামাল গার্মেন্টস রোডে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য ৫ দিন ব্যাপি (২৪-২৮ এপ্রিল ’১৬ ইং) তথ্য, পরামর্শ ও চিকিৎসা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়। কেন্দ্র উদ্বোধন করেন ড. হামিদা হোসেন ও জনাব শিরীণ আখতার এমপি। প্রতিদিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তথ্যকেন্দ্রে সেবা দেয়া হবে। তথ্য কেন্দ্রে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট- ব্লাস্ট ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি এর পক্ষ থেকে একজন করে আইনজীবী, কর্মজীবী নারী ও একশন এইড এর পক্ষ থেকে একজন করে মনোসামাজিক কাউন্সিলর দায়িত্ব পালন করবেন। একুশে সংবাদ /এস/২৪-০৪-১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1