সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রাজনীতির দাবা খেলায় বিএনপি হেরে গিয়ে ভাঙা রেকর্ড বাজাচ্ছে

প্রকাশিত: ০৫:০৩ পিএম, এপ্রিল ২২, ২০১৬
একুশে সংবাদ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতার রাজনীতির দাবা খেলায় বিএনপি হেরে গিয়ে এখন নালিশের ভাঙা রেকর্ড অবিরাম বাজিয়ে চলছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা বিএনপিই গৌণ ও অকার্যকর করে ফেলছে। আজ শুক্রবার নোয়াখালীর মাইজদীর অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবর্ষ উদ্‌যাপন ও পুনর্মিলন অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সেতুমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন আমাদের প্রথম অভিজ্ঞতা। প্রথম অবস্থায় কিছু ভুলত্রুটি ও টানাপোড়েন থাকবে। এত বড় নির্বাচন মোকাবিলার জন্য প্রশাসনিক, নির্বাচন কমিশন এবং দলীয়ভাবে কিছু সীমাবদ্ধতা থাকবে, থাকাটাই স্বাভাবিক। ভবিষ্যতে আমরা সীমাবদ্ধতা কাটিয়ে প্রথমবারের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগাব। দলীয় প্রতীকে প্রথম দফায় পৌরসভার নির্বাচনে তেমন কোনো অভিযোগ আসেনি এবং সমালোচনামুখর পরিস্থিতির সৃষ্টি হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ইউনিয়ন পরিষদ বিশাল ক্যানভাস। ৪ হাজার ৫৫৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে। এর মধ্যে ২৩ এপ্রিলে ৬১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন ইউপি নির্বাচন গ্রহণযোগ্য হয়, সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়, সেটা লক্ষ রাখা হবে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের বিষয়ে বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সম্মেলনে এবার একঝাঁক তরুণ নেতা আসবেন এবং প্রবীণেরাও থাকবেন। প্রবীণ-নবীনদের সমন্বয়ে আওয়ামী লীগের সম্মেলনে ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয় করে সময়ের চাহিদা মেটানো হবে। ইতিবাচক পরিবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং যথাসময়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবু নাছের চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ বেতার উপস্থাপক খালেদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল চন্দ্র দেব নাথ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান, সাবেক ছাত্র ইস্টার্ন ইউনিভার্সিটির সহ–উপাচার্য আবদুল হান্নান চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বেলায়েত হোসেন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানে বাংলাদেশ বেতার উপমহাপরিচালক (বার্তা) নারায়ণ চন্দ্র শীল, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহে আলম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল হক, নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একুশে সংবাদ /এস/২২-০৪-১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1