সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশে নির্বাচনী সহিংসতায় ব্যবক প্রাণহানির ঘটনা লঙ্ঘিত মানবাধিকার

প্রকাশিত: ০২:১৩ পিএম, এপ্রিল ৪, ২০১৬
একুশে সংবাদ: ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (সাগর) বলেন,বাংলাদেশে নির্বাচনী সহিংসতায় ব্যবক প্রাণহানির ঘটনা ঘটেছে।ঝরে গেছে অনেক তাজা প্রান| লাশের পর লাশ| মৃত ব্যক্তির পরিবারে কান্নার রোল|যা চরম মানবাধিকার লঙ্ঘন করেছে| সোমবার সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।আশরাফুল আলম বলেন গত ১১ই ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গত ১ এপ্রিল পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। এর মধ্যে শিশু থেকে শুরু করে রয়েছেন মহিলা, নির্বাচনের প্রার্থী, এজেন্ট, কর্মী, সমর্থক। সর্বশেষ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় মারা গেছে শিশু সাহিদুল ইসলাম শুভসহ অন্তত ১১ জন। এর আগে তফসিল ঘোষণার পর থেকে গত ২৮শে মার্চ পর্যন্ত মারা গেছে আরও ২৭ জন। এর মধ্যে ২২শে মার্চ প্রথম দফা নির্বাচনের দিনই সহিংসতায় ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটে। প্রথম দফায় ৩৬ জেলার ৭১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে মাত্র ৪ জেলায় সহিংসতার খবর পাওয়া যায়নি। বাকি ৩২ জেলাতেই সহিংসতার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন শত শত মানুষ।ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (সাগর) বলেন,বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেয়া যায় না। নির্বাচনী সহিংসতায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মেনে নেয়া মানে মানবাধিকার লঙ্ঘনকে প্রশ্রয় দেত্তয়া বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম (সাগর)|তিনি বলেন,এর সকল দায়-দায়িত্ রাষ্ট্রের উপর বর্তায় |মানুষের ভোটাধিকার প্রয়োগ ও সহিংসতা বন্ধ করতে সরকারকে এবং সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি। একুশে সংবাদ/এস/০৪-০৪-১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1