সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

এ যেন এক স্বর্গের ছোঁয়া

প্রকাশিত: ০১:৩০ পিএম, মার্চ ২১, ২০১৬
একুশে সংবাদ: পৃথিবীতে এমন কিছু শহর ও নগর আছে, যেখানে গেলে স্বর্গের ছোঁয়া পাওয়া যায় যেন! কিন্তু ঢাকা শহরে বসে বিশ্বের ঝাঁ-চকচকে শহরগুলোর খোঁজ খবর করাটা যেন খানিকটা ‘আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নেওয়া’র মতো। ধূলি-ধোঁয়া আর নর্দমার উপচে পড়া পানি, যানজটের মধ্যে পড়ে আমাদের নাগরিক প্রাণ যখন ওষ্ঠাগত, তখন চলুন না বাস্তবে না হোক ভার্চুয়ালি দেখে আসি বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন, সবচেয়ে বিশুদ্ধ বাতাস আর পানীয় জলে সমৃদ্ধ শহর। ফ্রেইবুর্গ, জার্মানি ফ্রেইবুর্গ হচ্ছে ফুল, পাখি, গাছপালা আর পাহাড়ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক অপূর্ব শহর। এর পানি ও বায়ূ খুবই নির্মল ও স্বাস্থ্যকর। এর পরিবেশ রক্ষায় শহর পরিচালনা পরিষদ এবং সরকারের রয়েছে তীক্ষ্ণ দৃষ্টি। z হনুলুলু, হাওয়াই হনুলুলু হচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যের রাজধানী। এটি খুবই পরিচ্ছন্ন নগরী। এর দৃষ্টিনন্দন দৃশ্য আর চারিদিকে সবুজের মাখামাখি এই শহরকে পর্যটকদের অন্যতম পছন্দের অবসর যাপনকেন্দ্রে পরিণত করেছে। শহর কর্তৃপক্ষ শতকরা ১০০ ভাগ বিশুদ্ধ পানি আর ৯০ শতাংশ নির্মল বাতাসের গ্যারান্টি দিয়ে থাকে। cccc h ইফরান, মরক্কো মরক্কোর মধ্যাঞ্চল তামাজিঘত অঞ্চলে অবস্থিত ইফরান পৃথিবীর অন্যতম ঝকঝকে তকতকে শহর। এর পানি ও বাতাস শতভাগ বিশুদ্ধ! এটি একটি স্কি সেন্টারও বটে। শহরটির উন্নত জীবনধারা ও শুভ্র প্রকৃতি সারা বিশ্বের পর্যটকদের এখানে টেনে আনে। মনে হয়, স্বর্গীয় দূতরা এখানে বসবাস করেন।m শেষে একটি কথাই বলতে হয়- স্বর্গ আমাদের কল্পনাতে ঘুরে পাঁক খেলেও পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে, যেখানে কল্পিত সেই স্বর্গের ছোঁয়া আমরা পাই। কিন্তু ঈশ্বর নিজে আবির্ভূত হয়ে সেই ছোঁয়া যে দিয়ে যান না, তা আমরা জানি। মানুষ ইচ্ছা করলেই পারে তার নগরকে সাজিয়ে রাখতে- পরিপাটি জীবনের ব্যবস্থা করতে। এক্ষেত্রে অর্থের চেয়ে ইচ্ছাশক্তিই বেশি দরকার।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1