সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ভূমি অফিস ভবনের বেহাল অবস্থা

প্রকাশিত: ১১:৫৮ এএম, ফেব্রুয়ারি ১০, ২০১৬
দিনাজপুর প্রতিনিধি:  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়ন ভূমি অফিস ভবনের বেহাল অবস্থা বিরাজ করছে। ৩০ থেক ৪০ বছর আগে নির্মিত টিনের চৌচালা একটি ঘর ভূমি অফিস হিসাবে ব্যবহার করা হচ্ছে। বহু বছর অতিবাহিত হলেও টিনের ঘরটির কোনো সংস্কার হয়নি।মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায়, ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়ন ভূমি অফিস ভবনের ইটের ওয়ালে অনেক জায়গায় ফাটল ধরেছে, প্লাস্টার খসে পড়তেছে। এমনকি যে দরজা দিয়ে ভূমি অফিসের ঘরে প্রবেশ করবে তার উপরে ফাটল ধরেছে। ঘরের উপরের ফলস্ সিলিং দিয়ে বৃষ্টির পানি পরে ফুটা হয়ে ফলস্ সিলিং নষ্ট হয়ে গেছে। এ অফিস থেকে প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব আদায় হলেও লোকবল বৃদ্ধি ও অফিস সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়ায় ভূমি অফিসের গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র নষ্ট হয়ে যাচ্ছে। চেয়ার, বেঞ্চ, টেবিল বিশেষ করে আলমারির সংকট থাকায় জরুরী কাগজপত্র বাইরে রাখতে হচ্ছে। আসবাবপত্রের সংকট ও ভবন জরাজীর্ণ থাকায় গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে বিপাকে পড়েছেন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী। বছরের পর বছর জরাজীর্ণ ভবনে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা। নতুন ভবন নির্মাণ জরুরী হয়ে পড়েছে। ২নং আলাদীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা ক্ষিতিশ চন্দ্র রায় এর সাথে কথা বলে জানা যায়, নতুন ভবন নির্মাণের জন্য অনেক আগেই ফাইল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত মাসে দিনাজপুর গণপূর্ত অফিসের অধীনে সয়েল টেস্ট করা হয়ে গেছে।আশা করা যায় এই বাজেট এর মধ্যেই হয়তো নতুন ভবন নির্মাণ হবে। ইউনিয়ন ভূমি অফিসে ৪জন কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও আছে মাত্র ২জন।লোকবল ২জন কম থাকায় যথাসময়ে কাজ সম্পন্ন করতে তারা হিমশিম খাচ্ছে। বিশেষ করে আলমারির সংকট থাকায় জরুরী কাগজপত্র বাইরে খোলা রেক এ রাখতে হচ্ছে। ভূমি অফিসটি মেরামত না করার কারণে বৃষ্টি হলে পানি ঘরে ঢুকে যায়, ভিজে যায় মূল্যবান নথিপত্র। আগামী বর্ষাকালের আগে নতুন ভবন নির্মাণ হলে গুরুত্বপূর্ণ নথিপত্র ভিজে নষ্ঠ হবে না। দিনাজপুর গণপূর্ত অফিসের সয়েল টেস্ট রিপোর্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান নর্থবেঙ্গল সাব-সয়েল ইনভেস্টিগেশন এর প্রকৌশলী আব্দুল আল-মামুন এর সাথে কথা বলে জানা যায়, সয়েল টেস্ট গত মাসে সম্পন্ন হয়েছে কিন্তু এখনও রিপোর্ট জমা দেয়া হয়নি।খুব শীঘ্রই তারা রিপোর্ট জমা দিবে।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1