সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বেপরোয়া চালক,বাসচাপায় হত্যা

প্রকাশিত: ১১:০৮ এএম, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আবারো রাজধানীতে বাসের বেপরোয়া চালক ও হেলপারের কারণে প্রাণ গেল এক ব্যক্তির। মঙ্গলবার মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলকায় ঘটনাটি ঘটে। এবার বেপরোয়া গতিতে প্রতিযোগিতা করে বাসা চালানোর প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো হুমায়ুন কবীর খান (৪৫) নামের এক যাত্রীকে। হেলপার ধাক্কা মেরে তাকে রাস্তায় ফেলে দেয়। এরপর চালাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারা যান হুমায়ুন। এই ঘটনায় মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে। প্রসঙ্গত, গত দেড় মাসের ব্যবধানে রাজধানীতে তিনটি নৃশংস ঘটনা ঘটলো, যেগুলো নিছক দুর্ঘটনা নয়। গত ডিসেম্বরে রাজধানীর উত্তরায় এক সিএনজি চালক ও রামপুরায় ও এক ব্যক্তিকে ‘ইচ্ছেকৃতভাবে’ চাপা দিয়ে হত্যা করে বাসচালক। সর্বশেষ গত সোমবার বাড্ডায় বাসে উঠতে গিয়ে বাবার সামনে চাকায় পিস্ট হয়ে মারা যায় রনি মিয়া নামে এক যুবক। এ ঘটনায়ও হত্যা মামলা হয়েছে। জানা গেছে, নিহত হুমায়ুন কবীর সাতক্ষীরার রসূলপুরের আলী মুর্তজা খানের ছেলে। তিনি স্ত্রী রেবেকা বেগম, ছয় বছরের মেয়ে তাথৈ এবং ছয় মাসের ছেলে তীর্থকে নিয়ে মিরপুরের টোলারবাগের একটি বাসায় ভাড়া থাকতেন। চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। হুমায়নের সহকর্মী গাজী আমজাদ হোসেন  জানান, মঙ্গলবার দুপুরে তারা দুজন মতিঝিলের তাদের অফিস থেকে পেশাগত কাজে শিখর পরিবহনের একটি বাসে করে মিরপুর ১০ নম্বরে যান। তাদের বাসটির সঙ্গে আলিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৭৯৮৪) রোকেয়া সরণি থেকেই প্রতিযোগিতা করে আসছিল। বাস দুটি মিরপুর ১০ এর গোলচত্বরের সিগন্যালে থামলে তারা দুজনসহ শিখর পরিবহনের বাসটির কয়েকজন যাত্রী বাস থেকে নামেন। পরে তারা সামনে থাকা আলিফ পরিবহনের বাসটির সামনের দিকে গিয়ে বেপরোয়া চালানোর ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন। এই সময় সিগন্যাল ছেড়ে দিলে আলিফ পরিবহনের বাসটির হেলপার সেলিম সামনে থাকা হুমায়ুন কবীরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হুমায়ুন পড়ে গেলে আলিফ পরিবহনের বাসটি তার ওপর তুলে দেয় চালক। আশপাশের লোকজন হুমায়ুন কবীরকে উদ্ধার করে জাতীয় হদরোগ ইনস্টিটিউটে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর থানার ওসি ভুইয়া মাহবুবুর রহমান  বলেন, ‘বাস চালক ইকবাল ও হেলপার সেলিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। হুমায়ুন কবীরের পরিবারের সদস্যরা অভিযোগ করছেন, দুজন জেনে বুঝে হুমায়ুনকে হত্যা করেছে। এ ঘটনায় তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বাসচালক ইকবালের বাবা মো. জলিল জানান, তারা আমিন বাজারে থাকেন। তার ছেলে পাঁচ-ছয় বছর ধরে বিভিন্ন রুটে বাস চালাচ্ছেন। এর আগে বৈশাখী পরিবহনের বাস চালাতেন। জলিল দুঃখপ্রকাশ করে বলেন, ‘ইকবাল ছোটবেলা থেকেই অনেকটা বেপরোয়া স্বভাবের। এটিই তার কাল হলো!

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1