সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

যাত্রাশিল্প নিয়ে রচিত আত্মজীবনীমুলক গ্রন্থ ‘স্মৃতির দর্পণে’র মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৬:৩১ পিএম, ফেব্রুয়ারি ৯, ২০১৬
একুশে সংবাদ: সিলেট প্রেসক্লাব সভাপতি ও সময় টিভি চ্যানেল-এর ব্যুরো প্রধান ইকরামুল কবির বলেছেন, স্মরণাতীতকাল থেকে আবহমান পল্লীবাংলার নিরেট বিনোদন মাধ্যম যাত্রাশিল্প নিয়ে রচিত আত্মজীবনীমুলক গ্রন্থ ‘স্মৃতির দর্পণে’ সাংস্কৃতিক অঙ্গনের একটি মাইল ফলক। আর এই গ্রন্থ রচনার মাধ্যমে সুলেখক এমএম খালেদ হোসেন সংস্কৃতির বিলুপ্তপ্রায় একটি শাখাকে পুনরায় জনসমক্ষে নিয়ে এসেছেন। গ্রন্থটি পাঠ করলে মহান মুক্তিযুদ্ধ, প্রায় ৫০ বছর পূর্বের গ্রামবাংলার জীবনযাত্রা, নাট্যচর্চা ও যাত্রাশিল্পসহ বিভিন্ন বিষয়ে সম্যক অবগত হওয়া যাবে। আশা করি বইটি খুব শিগগিরই পাঠকপ্রিয়তা লাভ করবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংস্কৃত বিভাগে গবেষণাকর্মের উপাদান হিসেবে ব্যবহৃত হবে। গত (৯ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকালে সিলেট রেলওয়ে স্টেশনস্থ প্রথম শ্রেণীর বিশ্রামকক্ষে বাংলাদেশ রেলওয়েতে কর্মরত, লেখক এবং প্রাক্তন নাট্য ও যাত্রাভিনেতা এমএম খালেদ হোসেন কর্তৃক যাত্রাশিল্প নিয়ে রচিত আত্মজীবনীমুলক গ্রন্থ ‘স্মৃতির দর্পণে’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং রেলওয়ে শ্রমিকলীগ সিলেট শাখার সভাপতি মোঃ আব্দুল মতিন ভূইয়া ও নন্দিত নাট্যকার চম্পক সরকারের যৌথ সঞ্চালনায় এতে মূখ্য আলোচক ছিলেন সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আবৃত্বিকার আমিনুল ইসলাম চৌধুরী লিটন। উপ-মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্মৃতির দর্পণে গ্রন্থের সম্পাদক ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সদ্যপ্রাক্তন সিনিয়র সহ-সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সিলেট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান শাহাব উদ্দিন শিহাব এবং জিআরপি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আবু নাসের মোহাম্মদ রাসেল, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থা সিলেট’র সভাপতি আবদুল মালেক তালুকদার, বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব মোঃ ফরিদুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, রেলওয়ের টিএক্সআর শ্রীপদ দত্ত, নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান, নূর মোহাম্মদ ও মীর আবুল কালাম খোকন এবং কিশোরগঞ্জের বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস মীর মোঃ জলিল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন মোড়ক উন্মোচন আয়োজক কমিটির আহবায়ক, আরএনবি সিলেটের প্রধান পরিদর্শক মোঃ সাইদুর রহমান। লেখকের অনুভূতি প্রকাশ করেন এমএম খালেদ হোসেন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন রেলওয়ে শ্রমিকলীগ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিলেট শাখার সাধারণ সম্পাদক মোঃ শহীদুল হক, কিশোরগঞ্জের তরুণ সাংবাদিক এম আশরাফ আলী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শেষপর্যায়ের লেখক তাঁর স্মৃতি থেকে একটি যাত্রাপালার কিছু মূখস্থ সংলাপ উপস্থাপন করেন। উল্লেখ্য, মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাবের জন্য সভাপতি ইকরামুল কবির ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাব ৩ হাজার টাকার এবং রেলওয়ে শ্রমিকলীগ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রেলওয়ের পশ্চিম জোনের জন্য ২ হাজার টাকার বই কিনে নেন। অনুষ্ঠানে উপস্থিত প্রচুর দর্শক-শ্রোতা বিপুল পরিমান বই কিনেন।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1