সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া রাকাবের ২লাখ টাকার ব্যাগ ফিরিয়ে দিলেন সাদেক

প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ফেব্রুয়ারি ৯, ২০১৬
নওগাঁ প্রতিনিধি: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পত্নীতলায় শাখার হারিয়ে যাওয়া ব্যাগ সহ ২ লক্ষ টাকা গতকাল মঙ্গলবার ব্যাংক চত্বরে ব্যবস্থাপকের কাছে ফিরিয়ে দিলেন কুড়িয়ে পাওয়া জনৈক ব্যক্তি। জানাগেছে গত শনিবার রাকাব পত্নীতলায় শাখার ব্যাংক কর্মকর্তা মোশাররফ হোসেন ব্যাগে করে নগদ ২লক্ষ টাকা ও গুরুত্বপূর্ন কাগজ সহ মটরসাইকেল যোগে নজিপুর থেকে বদলগাছী যাওয়ার পথে হঠাৎ করে তার কাঁধ থেকে ব্যাগটি পড়ে যায়। এমতাবস্থায় বদলগাছী পৌঁছে উক্ত কর্মকর্তা তার কাঁধে খাকা ব্যাগটি না পেয়ে অনেক খোঁজা খুজির পর রাতে মাইকিং করে। এতে উপজেলার ডাবড়কুড়ি গ্রামের তাছির উদ্দীনের পুত্র সাদেক উদ্দীন জানতে পেরে উক্ত এলাকার চেয়ারম্যান আবু বক্কর এর সাথে যোগাযোগ করে স্থানীয় লোকজনদের নিয়ে মঙ্গলবার দুপুরে রাকাব পতœীতলা শাখায় এসে ব্যবস্থাপক সৈয়দ বদরে আলম সহ অন্যান্য কর্মকর্তা, চেয়ারম্যান, সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তির সম্মুখে উক্ত হারিয়ে যাওয়া ২লক্ষ টাকা বুঝিয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন রাকাব ব্যবস্থাপক সৈয়দ বদরে আলম, ঘোষনগড় ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পত্নীতলাপ্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, নজিপুর পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুল আলম বেন্টু, ব্যাংক কর্মকর্তা মেজবাউল হক মেজবা, মোশাররফ হোসেন, হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য কর্মকর্তা ও সূধীজন প্রমূখ। শেষে উক্ত সাদেক উদ্দীনের সততায় খুশি হয়ে রাকাব ব্যবস্থাপক সৈয়দ বদরে আলম তাকে ১০হাজার টাকা পুরষ্কৃত করেন।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1