সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রোববারের মধ্যে প্রথম ৪শ ইউপি নির্বাচনের তফসিল

প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ফেব্রুয়ারি ৮, ২০১৬
দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে সিংহভাগ ভোট মার্চ থেকে জুনের মধ্যেই শেষ করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। এ জন্য দুএকদিনের মধ্যে প্রথম ধাপে অন্তত চারশ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী। সোমবার শেরেবাংলা নগরস্থ ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো দলীয়ভাবে ভোট হচ্ছে। এ লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের ভেটিং করা সংশোধিত নির্বাচন বিধিমালা ও আচরণবিধির কপি দুএকদিনের মধ্যে হাতে পাবে বলেও আশা করেন এ নির্বাচন কমিশনার। জাবেদ আলী বলেন, ‘দুএকদিনের মধ্যে বিধিমালা পেলেই তা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে। রোববারের মধ্যে প্রথম ধাপের তফসিল দেয়া হতে পারে। দেশের সাড়ে চার হাজার ইউপির মধ্যে প্রথম ধাপে অন্তত চারশটির ভোট হবে। প্রায় সাত শতাধিক ইউপি দিয়ে শুরু করবো ভেবেছিলাম, এখন চারশ ইউপি দিয়ে শুরু করতে চাই। পর্যায়ক্রমে নির্বাচন উপযোগী ইউপিতেও যথাসময়ে তফসিল ঘোষণা করা হবে।’ ভোটকেন্দ্র, আইনশৃঙ্খলাবাহিনী, শিক্ষার্থী ও শিক্ষকদের কথা বিবেচনায় রেখে পরীক্ষার ফাঁকে ফাঁকে ভোট করার কথা জানান জাবেদ আলী। তিনি বলেন, ‘এইচএসসি পরীক্ষার ফাঁকে ফাঁকে ইউপি ভোট হবে। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সঙ্গে আলপ করে উপযুক্ত গ্যাপে নির্বাচন করবো আমরা।’

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1