সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বিএনপি এখন মরা গাঙ-সেখানে আর জোয়ার আসবেনা: সেতু মন্ত্রী

প্রকাশিত: ০৩:১৩ পিএম, ফেব্রুয়ারি ৭, ২০১৬
নীলফামারী: যোগাযোগ ও সড়কসেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির রাজনীতি তারা নিজেরাই ধংস্ব করছে। তাদের ভয় রোগ আক্রমন করেছে। অভ্যন্তরিন দ্বন্দের কারনে অন্য কারো দরকার হবে না। বিএনপির আন্দেলন প্রসঙ্গে মন্ত্রী বলেন দীর্ঘ ৮ বছর থেকে শুনে আসছি আন্দোলন করবে। রোজার ঈদের পরে কোরবানীর ঈদ. তারপর পরীক্ষা বিভিন্ন অজুহাতে জমে উঠে না আন্দোলন। তিনি বলেন এ বছর না ও বছর বিএনপির আন্দোলন হবে না কোন বছর।বিএনপির মরা গাঙ্গে আর কোনদিন জোয়ার আসবেনা। বিএনপি বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করে না বিদেশী প্রভুদের মুখের দিকে চেয়ে আছে। বিএনপির মেরুদন্ড ভেঙ্গে গেছে । জনগন ভাল থাকতে চায় কিন্তু বিএনপি জনগনের সুখে দেখতে চান না। দেশের উন্নয়নে শেখ হাসিনার সরকার কাজ করছে আর বিএনপি দেশকে ধংসের পায়তারা করছে। শনিবার নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সকাল ১১টা ২৫ মিনিটে হেলিকপ্টার যোগে ডিমলা রানী বৃন্দা রানী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নামেন।পরে মন্ত্রী বুড়িতিস্তা নদীর উপর নব নির্মিত খোকশার ঘাট ব্রিজের অানুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন। খোকশার ঘাট ব্রীজটির দৈঘ্য ১০৭ দশমিক ৫৬ মিটার ও প্রস্থ ৭দশমিক ৩০ মিটার। ৪ কোটি ৩৭ লক্ষ ৩৯ হাজার টাকা ব্যয়ে ব্রীজটির কাজ গত বছরের জুন মাসে শেষ হয়। ১৯৯৭-৯৮সালে ২ কোটি ৩২ লক্ষ ৮ হাজার টাকা ব্যায়ে ব্রীজটির কাজ শুরু করা হলেও দীর্ঘ ১৮ বছর পর শনিবার তিনি খোকশারঘাট নবনির্মিত ব্রীজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মন্ত্রী আওয়ামীলীগ আয়োজিত উপজেলা পরিষদ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় মন্ত্রী বলেন, দেশের সকল রাস্তা ঘাটের উন্নয়ন করা হচ্ছে। শেখ হাসিনার সরকার দেশকে গ্রাম থেকে শহরের প্রতিটি রাস্তার উন্নয়ন করতে চায়। আগামী ৬ মাসের মধ্যে ডোমার ডিমলায় সকল রাস্তার সংস্কার ও মেরামত করা হবে। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নীলফামারী জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মমতাজুল হক, ডোমার উপজেলা সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল প্রমুখ । এ সময় সড়ক ও জনপদ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী বুলবুল হোসেন, রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাফিজুর রহমান , নির্বাহী প্রকৌশলী তানভির সিদ্দিক, নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির, সহকারী পুলিশ সুপার মারুফ ডিমলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভুমি)মিল্টন চন্দ্র রায়,ডিমলা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক-সইদুল ইসলাম,দপ্তর সম্পাদক-জহুরুল ইসলাম ভুইয়া,ডোমার উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক-তোফায়েল আহম্মেদ,ডিমলা সদর ইউপি চেয়ারম্যান-রফিজুল ইসলাম,শিক্ষক সমিতির সভাপতি-লুৎফর রহমান,উপজেলা আওয়ামীলীগ নেতা-আবুল কাসেম সরকার,গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান-ইবনে ফয়সাল মুন,ওসি রহুল আমিন খান,ডিমলা সদর আওয়ামীলীগ সভাপতি-ইব্রাহীম কামাল ডিআই,সাধারন সম্পাদক-মহিত কুমার,বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক-মন্জুর আহম্মেদ ডন, ডিমলা উপজেলা যুবলীগ সভাপতি-শৈলেন চন্দ্র রায়,সাধারন সম্পাদক-আনোয়ারুল হক সরকার মিন্টু,সাংগাঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম লিটন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফিরোজ সরকার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক-ফেরদৌস পারভেজ,উত্তম কুমার রায়,সাংগাঠনিক সম্পাদক-মহিনুল ইসলাম সুজন,উপজেলা ছাত্রলীগ সভাপতি-আবু সায়েম সরকার,সাধারন সম্পাদক-স্বাধীন ইসলাম,সাংগাঠনিক সম্পাদক-ইরফান মিঠু,উপজেলা প্রজন্মলীগ সভাপতি-আবু তাহেরসহ ডোমার-ডিমলা উপজেলা আওয়ামীলীগ ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1