সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

চরিত্র পছন্দ না হওয়ায় হলিউডের ছবিকে না ইরফান খানের

প্রকাশিত: ০৪:১৮ পিএম, ফেব্রুয়ারি ৫, ২০১৬
একুশে সংবাদ: বলিউড ছাড়িয়ে কোনও ভারতীয় অভিনেতার নাম যদি বেছে নিতে হয় যিনি হলিউডেও এই মুহূর্তে সমান পরিচিত, তাহলে তিনি ইরফান খান। দুটো ইন্ডাস্ট্রিতেই তিনি সমানভাবে মেধার স্বাক্ষর রেখেছেন। তবে হলিউড বলেই যে যেমন তেমন ছবিতে তিনি কাজ করেছেন বা করতে আগ্রহী তা নয়। বরং উল্টোটাই। বহু হলিউড ছবি তিনি ছেড়ে দিয়েছেন। আর তার পিছনে রয়েছে নানা কারণ। এর আগে রিডলি স্কটের পরিচালনায় 'দ্য মার্শিয়ান' সিনেমায় তিনি না বলেছেন। কারণ সেই সময়ে ইরফান খান সুজিত সরকারের পরিচালনায় তৈরি বলিউড ছবি 'পিকু'র শুটিংয়ে ব্যস্ত ছিলেন। তবে এবার বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক সিনেমার প্রযোজক-পরিচালক স্টিভেন স্পিলবার্গের ছবির প্রস্তাব সরাসরি নাকচ করেছেন ইরফান খান। এই সিনেমায় তারকা অভিনেত্রী শার্লট জোহানসনের বিপরীতে অভিনয় করার সুযোগ ছিল তার। তবে শুধু চরিত্র পছন্দ না হওয়ায় স্পিলবার্গকে সটান না বলে দিয়েছেন তিনি। সূত্র- ওয়ান ইন্ডিয়া। ইরফানের কথায়, যে চরিত্রটির জন্য তাকে বাছাই করা হয়েছিল তাতে অভিনয়ের বিশেষ সুযোগ ছিল না। তাই তিনি অভিনয়ের প্রস্তাবে রাজি হননি। তবে একইসঙ্গে শার্লট জোহানসনের সঙ্গে অভিনয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় অখুশি বলেও জানিয়েছেন এই অভিনেতা। গত বছরই স্টিভেন স্পিলবার্গের ছবি 'জুরাসিক ওয়ার্ল্ড' -এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন ইরফান খান। প্রথম দিনেই বিশ্ব জুড়ে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করে সিনেমাটি। এছাড়া এর আগে স্লামডগ মিলেনিয়ার, লাইফ অব পাই, দ্য আমেজিং স্পাইডারম্যানের মতো সিনেমায় কাজ করেছেন ইরফান খান। নির্মাতা স্টিভেন অ্যালান স্পিলবার্গের জন্ম ১৮ ডিসেম্বর, ১৯৪৬ সালে। মার্কিন এই চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক তিন তিনবার একাডেমি পুরস্কার পেয়েছেন। চার দশকেরও বেশি সময় ধরে বিশ্বের অগণিত চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কাছে জনপ্রিয় নির্মাতা হিসেবে সেরার আসনটিও দখলে রেখেছেন স্টিভেন স্পিলবার্গ। চলচ্চিত্রে তার গল্প বলার ধরনটি শক্তিশালী ও স্বকীয়। একুশে সংবাদ ডটকম/ এ জি/ ০৫.০২.২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1