সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

টি টোয়েন্টি ক্রিকেটে ভারতই সেরা: লারা

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ফেব্রুয়ারি ৩, ২০১৬
একুশে সংবাদ: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা আসন্ন ওয়ার্ল্ড টি টোয়েন্টি ক্রিকেটে স্বাগতিক ভারতকেই ফেবারিট হিসেবে এগিয়ে রাখলেন । একইসাথে ছোট ফর্মেটের সর্বোচ্চ এই টুর্নামেন্টে নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনাকেও আশার চোখে দেখছেন এই ব্যাটিং তারকা। লারা মনে করেন নিজ দেশের সুবিধাকে কাজে লাগিয়ে ভারতই প্রথম থেকে এগিয়ে থাকবে। দুবাইয়ে অনুষ্ঠিত মাস্টার্স চ্যাম্পিয়নস লিগে মাঠের বাইরে বসে সাবেক এই ক্যারিবীয় টেস্ট অধিনায়ক বলেছেন, আমি মনে করি হোম কন্ডিশনে ভারত জয়ী হবে। তাদের খেলোয়াড়রা পিচ সম্পর্কে অবগত আছে। এই ধরনের ফর্মেটে বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে সম্প্রতি তারা দারুণ খেলছে। আমি অবশ্যই তাদেরকে ফেবারিট হিসেবে এগিয়ে রাখবো। কিন্তু একইসাথে আমি ওয়েস্ট ইন্ডিজের কথাও বলতে চাই। আশা করছি তারা সেরা সম্ভাব্য দল নিয়েই মাঠে নামবে। আর ক্যারিবিয়ানরা যদি নিজেদের প্রমাণ করতে পারে তবে বিশ্বের যেকোনো দলই তাদেরকে নিয়ে দুশ্চিন্তায় পড়বে। ২০১২ সালে ওয়ার্ল্ড টি টোয়েন্টির শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন সামির নেতৃত্বে এই দলে আরো আছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেলের মত তারকারা যাদের বিশ্বের বড় বড় টি২০ লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে। লারা বিশ্বাস করেন খেলোয়াড়রা যদি নিজেদের ধারাবাহিকতা বজায় রাখতে পারে তবে সত্যিকার অর্থেই কঠিন এক প্রতিপক্ষ হয়ে উঠতে পারবে। ৪৬ বছর বয়সী সাবেক এই অধিনায়ক বলেছেন, গেইল, ব্র্যাভো ও পোলার্ড যখন একসাথে মাঠে নামে সেখানে ভিন্ন কিছু রসায়ন থাকে। তারা দলবদ্ধ ভাবে যেদিন পারফর্ম করে সেদিন কোন কিছুইকেই সমস্যা মনে করে না। কিন্তু কিছু কিছু সময় আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজে ধারাবাহিকতার দারুণ অভাব রয়েছে। দলে বিশ্বের সেরা খেলোয়াড়রা থাকলেও প্রথম রাউন্ড থেকেই তাদের বিদায় ঘটতে পারে, অতীতে এর প্রমাণ রয়েছে। ওয়ার্ল্ড টি টোয়েন্টির গ্রুপ-১ এ ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও বাছাই পর্ব থেকে উঠে আসা একটি দল। চলতি মাসের শেষে দুবাইয়ে প্রস্তুতিমূলক ক্যাম্প করার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এরপরেই কলকাতায় অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে দুটি আনুষ্ঠানিক ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে।     একুশে সংবাদ ডটকম/ আলম গীর/ ০৩.০২.২০১৬

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1