সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রশ্নফাঁস ঠেকাতে যেসব উদ্যোগ গ্রহণ করেছে সরকার

প্রকাশিত: ০৭:৫৪ পিএম, জানুয়ারি ৩০, ২০১৬
একুশে সংবাদ : সারা দেশে ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রশ্নফাঁস ঠেকাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, বিজি প্রেস ও বিভিন্ন কোচিং সেন্টারগুলোকে কঠোর নজরদারিতে রাখাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আর এসব উদ্যোগের কারণে এবার এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো সম্ভাবনা নেই বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহি শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী সোমবার (১ ফেব্রুয়ারি) থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা রয়েছে। পরীক্ষা সুষ্ঠুুভাবে সম্পন্ন করতে জাতীয় মনিটরিং কমিটি সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী। এছাড়া প্রশ্নফাঁস ঠেকাতে বিজি প্রেসের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করায় অভিভাবক, সাংবাদিকসহ সর্ব মহলের সহযোগিতা কামনা করেছেন শিক্ষামন্ত্রী। চলতি বছরের এসএসসি পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরতে শনিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনে ছিলেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন, বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে শুধু ফেসবুক নয়, রাষ্ট্রীয় ছাপাখানা বিজি প্রেসকেও কঠোর নজরাদরিতে রাখা হয়েছে। নজরদারিতে রাখা হয়েছে দেশের বিভিন্ন কোচিং সেন্টারগুলোকেও। প্রশ্নপত্র ফাঁসের সব ধরনের সম্ভাব্য জায়গাগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। ফলে এবার প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই। পরীক্ষার ফল ঘোষণার সময় ‘টপ টুয়েন্টি’ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের যে রেওয়াজ ছিল সেটিও এবার তুলে দেয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী। পরীক্ষার্থীদের উত্তরপত্রে (শিক্ষার্থীদের) বেশি কিংবা কম নম্বর দেওয়ার কোনো নির্দেশনা নেই বলে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আপনারা দায়িত্বহীন কথাবার্তা বলবেন না। আপনাদের (শিক্ষক) কাছে অনুরোধ, সঠিকভাবে খাতা দেখবেন, কাউকে বেশিও দেবেন না কমও দেবেন না।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1