সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সমাবর্তনে শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৪ পিএম, জানুয়ারি ২৭, ২০১৬
একুশে সংবাদ: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সরকার নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থী ভর্তি বন্ধসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষামন্ত্রী আজ (বুধবার) ঢাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ১৫শ সমাবর্তনে ভাষণে এ কথা বলেন। আফতাবনগরে নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সভাপতিত্বকালে শিক্ষামন্ত্রী বলেন, যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যায়নি, একাধিক ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে, তাদের জন্য সরকার ১ বছর সময় বেঁধে দিয়েছে। তিনি আইন অমান্যকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, তারা আইন অনুসারে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে ১ বছর অতিক্রান্তে নতুন শিক্ষার্থী ভর্তিবন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। জনাব নাহিদ তাঁর বক্তৃতায় শিক্ষাকে উন্নয়নের হাতিয়ার হিসেবে উল্লেখ করে বলেন, দেশের জন্য পর্যাপ্ত সংখ্যক জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ উচ্চ শিক্ষিত জনশক্তি গড়ে তুলতে না পারলে দেশ উন্নত হবে না। তিনি বলেন, সে ধরণের উচ্চ শিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়েছে। মেডিকেল, ডেন্টাল, ইঞ্জিনিয়ারিং ,কৃষিবিদ্যার মতো জীবনমুখী প্রযুক্তিগত শিক্ষার প্রসারে অনেকগুলো বিশেষায়িত কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে শেখ হাসিনার সরকার।উচ্চ শিক্ষার মান বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আইনের আধুনিকায়ন সহ অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের উদ্যোগের কথা উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে উচ্চশিক্ষা প্রসারের সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ জনাব নাহিদ বলেন, অনেক বিদেশি উচ্চশিক্ষা অর্জনের জন্য এখন বাংলাদেশে ছুটে আসছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের এ সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে সংশ্লিষ্ট আইন কানুন মেনে চলার জন্য তিনি উদ্যোক্তাদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান তাঁর বক্তৃতায় শিক্ষাদানের মহৎ কাজকে বাণিজ্য হিসেবে বিবেচনা না করে অর্জিত অর্থ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের পথ সুগম করতে ব্যয় করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন তাঁর বক্তৃতায় বলেন, ১৯৭২ সনে দেশে বিশ্ববিদ্যালয় পড়ুয়ার সংখ্যক ছিল ৩০ হাজার, আজ তা ৩১ লাখ। তিন বলেন, উচ্চ শিক্ষার প্রসারে সরকারের যুগান্তকারি পদক্ষেপের ফলে এ অগ্রগতি অর্জন সম্ভব হয়েছে। সমাবর্তন বক্তা প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল তাঁর বক্তৃতায় বিশ্বব্যাপী জরিপে বাংলাদেশ আশাবাদী দেশ হিসেবে শীর্ষ স্থান লাভ করার কথা উল্লেখ করে বলেন, অনেক বড় বড় বিশ্বশক্তির বিরোধীতা সত্ত্বেও আশাবাদী তরুণরাই এ দেশকে স্বাধীন করেছে। আজকে দেশকে এগিয়ে নেয়ার দায়িত্বও তাদের। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ২১৯৭ জন ¯ও ¯স্নাতকোত্তরকে সনদ প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতে সমাবর্তন শোভাযাত্রার নেতৃত্ব দেন শিক্ষামন্ত্রী।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1