সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নড়াইলের আগদিয়ায় আবারও শুরু হয়েছে নগ্ন নৃত্য॥ স্কুলসহ বিভিন্ন স্থানে চুরি

প্রকাশিত: ০১:০৮ পিএম, ডিসেম্বর ১৮, ২০১৫
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি :নড়াইল সদরের ৮নং কড়োলা ইউনিয়নের আগদিয়া গ্রামের আগদিয়া মোড় নামক স্থানে গতবারের ন্যায় আবারো শুরু হয়েছে যাত্রাপালার নামে নগ্ননৃত্য ও দেহ ব্যবসার মতো সামাজিক অবক্ষয়। সেই সাথে চলছে মাদকের রমরমা আসর। খোজ নিয়ে জানা যায়, নড়াইল সদর থেকে ১৫ কি.মি দক্ষিণে অবস্থিত ৮নং কড়োলা ইউনিয়নের আগদিয়া মোড়ে গত ৪ নভেম্বর থেকে শুরু হয়ে এখনো চলছে এ নগ্ন তান্ডব। ফলে চরম বিপর্যয়ের সম্মুখিন উঠতি বয়সী যুবক ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষার্থীরা। শুধু তাই নয়, সরজমিনে দেখা যায়, সভ্য জগতের এক আজব দৃশ্য। যাত্রা প্যান্ডেলের বাইরে দেখা মেলে অসংখ্য শিশু-কিশোরের। যাদের বেশির ভাগই বিভিন্ন শ্রেণির বার্ষিক পরীক্ষার্থী। দেখা মিলল, বিশাল আয়োজনে চলছে লটারীর ড্র’র আয়োজন। সারিবদ্ধভাবে বিক্রি হচ্ছে টিকিট। টিকিট বিক্রেতা জানান, আমাদের ৩০টা গাড়ি বিভিন্ন এলাকায় সার্বক্ষণিকভাবে টিকিট বিক্রির কাজে ব্যাস্ত আছে। সন্ধ্যা ঘুরতে না ঘুরতেই দেখা গেল পার্শবর্তী বখাটেরা যাত্রাপালার বিভিন্ন পাশে অবস্থান করছে ও মাদক সরবরাহ কাজে ব্যস্ত আছে। রাত ১০টা থেকে শুরু হয় যাত্রাপালা। রাত যত গভীর হয় ততোই বেড়ে যায় যাত্রার নামে বেহায়াপনা। নগ্ন নৃত্য ও যুবতীদের শরীর প্রদর্শন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকবাসী জানান, এ প্রতিনিধিকে জানান, সম্প্রতি এলাকায় চুরি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। আগদিয়া, শিমুলিয়া ও শিমুলতলী স্কুলসহ বিভিন্ন স্থান থেকে রাতের অন্ধকারে কম্পিউটার ও পরীক্ষার প্রশ্নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস চুরি হয়ে যাচ্ছে। কারণ হিসেবে জানা যায়, মূলত লটারীর টিকিট, যাত্রার টিকিট ক্রয়, মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে অবাধ সুযোগ লাভের আশায় উঠতি বয়সী যুবক ও বখাটেরা এহেন কাজে লিপ্ত হচেছ। উল্লেখ্য, গতবার পার্শবর্তী বিছালী ইউনিয়নের বর্ণির মোড় নামক স্থানে একই যাত্রাপালা অনুষ্ঠিত হওয়ার ফলে এলাকাবাসীর ক্ষোভ ও বিভিন্ন সামাজিক সংগঠনের আন্দোলনের কারণে পিছু হটতে বাধ্য হয়েছিল যাত্রা কমিটি।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1