সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নবাবগঞ্জে ১০ টি বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত পায়খানা ও টিউবওয়েল স্থাপন

প্রকাশিত: ০৫:৫৫ পিএম, নভেম্বর ২৪, ২০১৫
নবাবগঞ্জ, (দিনাজপুর) থেকে মোঃ সুলতান মাহমুদ : দিনাজপুরের নবাবগঞ্জে দাতা সংস্থা টি.আর ফান্ড (ইউ.কে)’এর অর্থায়নে বে-সরকারী সংস্থা ল্যাম্ব দূর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের বাস্তবায়নে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার টাকা বরাদ্দে দুই কক্ষ বিশিষ্ট্য স্যভনেটারি ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার উপজেলার বিনোদনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে স্যানেটারি ল্যাট্রিন ও টিউবওয়েল স্থাপনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ। এ সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ ডাবলু, বিদ্যালয়ের অভিভাবক, ল্যাম্ব দূর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের কর্মকর্ত উৎপল মিন্জ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকল্প ব্যবস্থাপক মিঃ ডমিনিক তুষার রিবেরু জানান- ওই প্রকল্পের আওতায় স্থাপিত স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও বিশুদ্ধ পানি পানে উপকৃত হবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। উপজেলার বিনোদনগর বালিকা উচ্চ বিদ্যালয়, কামার পাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, মজিদনগর কারিগরি বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, রঘুনাথপুর মহাবিদ্যালয়, খালিপপুর কাজিপাড়া উচ্চ বিদ্যালয়, মধ্যখালিপপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, কুশদহ দ্বি-মূখী দাখিল মাদ্রাসা, জাতভবানীপুর উচ্চ বিদ্যালয় এ প্রকল্পের অধীনে পায়খানা ও টিউবওয়েল বাস্তবায়ন হচ্ছে।

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1