সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

নড়াইলে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৪ এএম, নভেম্বর ২৩, ২০১৫
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি ঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন, আমরা কোন দেশে বাস করছি। দেশে এখন কোনো গণতন্ত্র নেই। আপনারা গণতন্ত্রের রূপতো দেখছেন। টেলিভিশনে কথা বলতে গেলে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়। মানুষ এখন বাইরে বের হতে পারে না। চলাচল করা যায় না। সকালে বের হলে বিকেলে বাসায় ফিরতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কথা বলার সুযোগ নেই। লেখার সুযোগ নেই। এখন আমরা অবরুদ্ধ। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে জানা যায়,তিনি আরো বলেন, আদালত যুদ্ধাপরাধের সঠিক রায় দিয়েছেন। আদালতের বাইরে যাওয়ার কারও সুযোগ নেই। রায়কে আমি সম্মান করি। রায় সবাইকে মানতে হবে। গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শরীফ মুনীর হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সুনীল শুভ রায়, মীর আব্দুস সবুর আসুদ, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফায়েকুজ্জামান ফিরোজ, জেলা সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বদরুল ইসলাম প্রমুখ। তিনি বিএনপির সমালেচনা করে বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে। বিএনপি আমাকে নির্জন কারাবাসে পাঠিয়েছিল। তারা চেয়েছিল আমি আতœহত্যা করি। আমি বোঁচে আছি। তাদের চেয়ে ভালো আছি। আমার ওপর অনেক অনেক অত্যাচার হয়েছে। আল্লাহ এর বিচার করবেন। ছবি সংযুক্ত

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1