সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ’র বাউন্ডারী ওয়াল ও ছাত্রীদের নবনির্মিত কমনরুম উদ্ধোধন।

প্রকাশিত: ০৪:১২ পিএম, নভেম্বর ২০, ২০১৫
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ’র ২দশক পূর্তি, বাউন্ডারী ওয়াল ও ছাত্রীদের নবনির্মিত কমনরুম উদ্ধোধন, সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল গোপাল বলেন সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে মায়ের ভুমিকা অপরিসীম। ১৯ নভেম্বর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলম হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মো. জাহাঙ্গীর হোসেন, বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবলু ও বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অবসর প্রাপ্ত প্রভাষিকা মোছা. মাজেদা বাবু। মহিলা কলেজের উন্নয়ন নিয়ে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। আলোচনা সভায় প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে আমুল পরিবর্তন এনেছে। মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে লেখাপড়ায় অনেক সুবিধা সৃষ্টি করে দিয়েছেন। আর লেখাপড়ায় সরকারের যে সুযোগ বুবিধা গুলো রয়েছে তা আমাদের কাজে লাগাতে হবে। সারাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজকে একটি মডেল কলেজে প্রতিষ্ঠিত করতে হবে। মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে এ কথা উলে¬খ করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রত্যেক মেয়েদের অবশ্যই উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারন বর্তমানে সরকার মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়েছেন। আর একজন সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে মায়েদের ভুমিকা অপরিসীম। আলোচনা সভায় শুরুতে বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের গভাণিং বডি প্রয়াত জিবি সদস্য ও প্রয়াত শিক্ষকদের স্বরণে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভাটি পরিচালনা করেন বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. সেলিম জাহাঙ্গীর। পরে এক মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। একুশে সংবাদ ডটকম//এম এম//২০-১১-২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1