সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অবশেষে আলিশার অভিষেক (ভিডিও)

প্রকাশিত: ০১:১৩ পিএম, নভেম্বর ৬, ২০১৫
বিনোদন ডেস্ক : আলিশা প্রধানের দীর্ঘ প্রতীক্ষার পালা শেষ হচ্ছে শুক্রবার ৬ নভেম্বর। অবশেষে রুপালি পর্দায় হাজির হচ্ছেন এই সুন্দরী। গত কয়েক বছর ধরেই নানাভাবে আলোচনায় ছিলেন এ মডেল। মাঝে কিছুটা সময় নাটকেও কাজ করেছেন। বিজ্ঞাপনে, মডেলিংয়েও দেখা গেছে তাকে। একটি মাত্র চলচ্চিত্রে অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। এর পর কয়েকটি সিনেমায় কাজ করলেও সেসব নানা কারণে আটকে ছিল। সেই বাঁধা শেষে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে এবার দেখা মিলবে আলিশার। চলচ্চিত্রে অভিনয়ই ছিল তার একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্যকে সামনে এগিয়ে নিতে তিনি দিনের পর দিন নিজেকে তৈরি করেছেন। এক সময় ভালো করে বাংলা বলতে পারতেন না। ইংরেজি মিডিয়ামে পড়ালেখা করা মেয়েটিকে বাংলা ভাষাও শিখতে হয়েছে। ওস্তাদ রেখে শিখেছেন নাচ, গান, মারপিটও। কিন্তু কোনো একটা অদৃশ্য বাাঁধার কারণে যখন এগোতে পারছিলেন না, সে সময় পরিচয় হয় প্রয়াত গুণী নির্মাতা চাষী নজরুল ইসলামের সঙ্গে। তার পরই স্বপ্নপূরণের পথে বেশ খানিকটা এগিয়ে যান তিনি। এর পরে তার হাত ধরে সিনেমায় অভিনয় করলেন আলিশা। এ নির্মাতার ভুল যদি হয় সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিনয় শুরু করেন আলিশা প্রধান। একই নির্মাতার অজান্তে ভালোবাসা শিরোনামের আরো একটি সিনেমাতে কাজ করেছেন আলিশা। এ দুটি সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে দুটির কোনোটি না, সবার আগে মুক্তি পাচ্ছে অন্তরঙ্গ সিনেমাটি। চাষী নজরুলের সর্বশেষ সিনেমা বলে এটি নিয়ে সিনেমাপ্রেমীদেরও রয়েছে বাড়তি আগ্রহ। তাই সবদিক থেকেই এখন দারুন আলোচিত আলিশা। গত বছরের ২৮ নভেম্বর আফতাবনগরে এ সিনেমার শুটিং শেষ হয়। ‘অন্তরঙ্গ’র গল্পে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন আলিশা। এর একটি চরিত্র পুরুষশাসিত সমাজে ‘খাঁচায় বন্দি’ আরেকজন স্বাধীনচেতা নারী। সিনেমাটিতে আলিশার নায়ক ইমন। এ ছাড়া অভিনয় করেছেন অমিত হাসান, অরুণা বিশ্বাসসহ আরো অনেকে। প্রযোজনা সংস্থা কার্নিভাল মোশন পিকচার্স থেকে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমাটির মুক্তি উপলক্ষে এখন খুবই ব্যস্ত আলিশা। সিনেমার পোস্টার সাটানো থেকে শুরু করে হল বুকিং সবই করছেন নিজে। দৌড়াচ্ছেন বিজ্ঞাপনী সংস্থা থেকে সিনেপ্লেক্স পর্যন্ত। তার শিক্ষক নির্মাতা চাষী নজরুলের শেষ সিনেমা বলে সকলের সহযোগীতাও পাচ্ছেন। সব মিলিয়ে সিনেমাটি যাতে ঠিকঠাকভাবে হলে মুক্তি পেতে পারে এ জন্য এ নায়িকা চেষ্টার কোনো ক্রটি করছেন না। আজকের দিন ফুরালে কালই সারা দেশের বেশ কিছু হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে। তাকে দর্শক কী ভাবে নেবেন সেটা পরের কথা। তবে অপেক্ষা শেষে যেভাবে বর্ণিল অভিষেক হতে যাচ্ছে আলিশার তা তাকে যে সামনের দিকে এগিয়ে নেবে এমন প্রত্যাশা করছেন সকলেই। এ বিষয়ে আলিশার অভিমত, ‘আমরা চেষ্টা করছি দর্শকদের কাছে ভালো একটি সিনেমা পৌঁছে দেওয়ার। এটাই আশা করছি, মানুষ যেন সিনেমাটি দেখে। মানুষের কাছে পৌঁছানোটাই আসল কথা, ব্যবসাটা না।’ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=AZM4b4oxYoo

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1