সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

জেএসসি, জেডিসি পরীক্ষার সময় পরিবর্তন সকাল ১০টার বদলে ২টায়

প্রকাশিত: ০৭:১১ পিএম, নভেম্বর ২, ২০১৫
একুশে সংবাদঃ গণজাগরণ মঞ্চের ডাকা আধা বেলা হরতালের পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার বদলে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুপুর ২টায়। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি প্রথম পত্র (জেএসসি) ও বাংলা প্রথম পত্র পরীক্ষা (জেডিসি) আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার বদলে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে। ব্লগার অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা এবং অপর এক প্রকাশক ও দুই ব্লগারের ওপর হামলার প্রতিবাদের মঙ্গলবার দেশজুড়ে হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ। চলতি ২০১৫ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় গতকাল রোববার শুরু হয়েছে। এবার পরীক্ষার্থীর সংখ্যা ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ জন।     একুশে সংবাদ ডট কম/ আলম গীর হােসেন/ ০২.১১.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1