সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রামগঞ্জে আনন্দময়ী দক্ষিণা কালি বাড়ি মন্দিরসহ ২০টি পূজা মন্ডপে দুর্গা পূজার প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ০৭:১৭ পিএম, অক্টোবর ১৬, ২০১৫
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ রামগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী সোনাপুর বাজারস্থ শ্রী শ্রী আনন্দময়ী মাতা দক্ষিণা কালি বাড়ি পূজা মন্ডপসহ পৌরসভা ও ১০টি ইউনিয়নে এবার ২০টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। সকল পূজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে, এখন চলছে রং তুলির শেষ আঁচড়। ইতোমধ্যে শ্রী শ্রী আনন্দময়ী মাতা দক্ষিণা কালি বাড়ি মন্দিরে পূজা মন্ডপ তৈরী সম্পন্ন হয়েছে। এ মন্ডপের সাধারণ সম্পাদক জয়ন্ত বণিক বলেন, আমাদের এ মন্দিরের বয়স ৯৫ বছর। আবহমানকাল থেকে আমাদের মন্দিরে শারদীয় দুর্গোৎসব, দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রেখে প্রতিবছর হিন্দু সম্প্রদায়ের মানুষ এ মন্দিরে আনন্দমুখর পরিবেশে দুর্গা পূজা উদযাপন করছেন। এবার দেবী ঘোড়ায় আগমন করে দোলনায় গমন করবেন। তিনি আরো বলেন, ইতোমধ্যে রামগঞ্জের অধিকাংশ পূজা মন্ডপে প্রতিমা গড়ার প্রধান কাজ সম্পন্ন হয়েছে। আগামী সোমবার ১৯ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হবে শারদীয় দুর্গা পূজা। রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোতা মিয়া জানান, উপজেলার প্রতিটি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসার ও ভিডিপি মোতায়েন করা হবে।   একুশে সংবাদ ডটকম/এসএস/১৬.১০.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1