সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

রামগঞ্জে ২০টি মন্দিরে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৩৩ পিএম, অক্টোবর ১৪, ২০১৫
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সারা দেশের ন্যায় ২০টি পূজা মন্ডপে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। সরজমিনে পরিদর্শন কালে দেখা যায় প্রতিমা তৈরির কারিঘর মালাকাররা বেশ ব্যস্ত সময় পার করে যাচ্ছেন। রাত-দিন অনবরত পরিশ্রমের মাধ্যমে প্রতিমা তৈরির কাজ শেষে সাজ-সজ্জার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপের জন্য ১টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। অপ্রিতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সমীর রঞ্জন সাহা জানান, উপজেলায় ৪টি ঝুকিপূর্ন পূজামন্ডপ রয়েছে। ওই স্পট গুলোতে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়নের দাবি জনান তিনি। রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল হক সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উপলক্ষে রামগঞ্জ উপজেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়কে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, যেকোন অপ্রিতিকর ঘটনা রোধে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আনসার সদস্য সহ সকলকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।   একুশে সংবাদ ডটকম/এসএস/১৪.১০.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1