সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

স্তন ক্যান্সাররোধে দেশের প্রতিটি জেলায় ব্রেস্ট ক্লিনিকের দাবি

প্রকাশিত: ০৩:০৯ পিএম, অক্টোবর ১১, ২০১৫
একুশে সংবাদ : দেশের প্রতিটি জেলা ও উপজেলা সরকারি হাসপাতালে ব্রেস্ট ক্লিনিক কর্নার খোলার দাবি জানিযে়ছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ দাবি জানায় বেসরকারি সংগঠনটি। তাদের দাবি, সামান্য খরচে সরকারিভাবে উপজেলা পর্যাযে়র সব হাসপাতালে স্তন ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা এবং রোগ নির্ণয় সম্ভব। সরকার উদ্যোগ নিলেই এর সুফল পাবে মানুষ। স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে আযে়াজিত মিট দ্য প্রেসে বিশেষজ্ঞদের দাবি, সচেতনতা সৃষ্টি করে জেলা ও উপজেলা পর্যাযে়র স্তন ক্যান্সার কর্নারে রোগ শনাক্ত করা ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে আগামি ৫ বছরেই স্তন ক্যানার ও জরায়ূর মুখের ক্যান্সার প্রতিরোধে বিপ্লব সম্ভব হবে। মিট দ্য প্রেসে বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের সমন্বয়ক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ক্যান্সার ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোমোয়াররফ হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালযে়র অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালযে়র স্তন ক্যন্সার বিশেষজ্ঞ প্রফেসর ড. আশরাফুন্নেসা। ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, সরকার উদ্যোগ নিলে খুব কম খরচে স্তন ক্যান্সারের চিকিৎসা দেওয়া সম্ভব। বর্তমানে স্তন ক্যান্সার রোগীরা এক শ্রেণির চিকিৎসকদের কাছে জিম্মি হযে় আছেন। যেখানে সরকারি হাসপাতালে ১৫ হাজার টাকায় প্যাকেজে অপারেশন করা যায় এবং অন্যান্য খরচসহ মোট ৪০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকার মধ্যেও অপারেশন সম্ভব, সেখানে এক লাখ টাকার নিচে রাজধানীতে কোনো অপারেশন হয় না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালযে়র স্তন ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ড. আশরাফুন্নেসা বলেন, দেশের ৬৪ উপজেলা সদর এবং ২০০ উপজেলা সদরে একটি করে সিবি সেন্টার খোলা হযে়ছে। সেখানে রোগীরা চিকিৎসা নেওয়া শুরু করেছেন। এখন প্রযে়াজন নারীদের সচেতনতা।   একুশে সংবাদ ডটকম/এসএস/১১.১০.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1