সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

‘বিদেশি হত্যায় নিশ্চয়ই বিএনপি-জামায়াতের হাত আছে’

প্রকাশিত: ০১:১৪ পিএম, অক্টোবর ৪, ২০১৫
একুশে সংবাদ : রাজধানী ও রংপুরে দুই বিদেশি নাগরিক হত্যার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশি নাগরিক হত্যায় নিশ্চয়ই বিএনপি-জামায়াতের মদদ ও হাত আছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। শেখ হাসিনা বলেছেন, দুই বিদেশি নাগরিককে হত্যার স্টাইলটি একইরকম। এই ঘটনার আগে বিএনপির এক নেতার বক্তব্যের সাথে যদি মিলিয়ে দেখেন তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এই ঘটনার সাথে নিশ্চয়ই বিএনপি-জামায়াতের মদদ ছিল। তিনি বলেন, এসব ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিচ্ছি। অপরাধী আমাদের দলের হলেও আমরা ছাড় দিচ্ছি না। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দুই বিদেশি নাগরিক হত্যার কারণে আমাদের অর্জন শেষ হয়ে গেল যদি মনে করি তবে তাহলে তো বিএনপি-জামায়াতের উদ্দেশ্য তো হাসিল হয়ে গেল। গণমাধ্যমের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমাদের দেশের মানুষকে যখন বিদেশে হত্যা করা হয় তখন সেটি হাইলাইট করা হয় না। এসব ঘটনাকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। ইতালি নাগরিক হত্যায় আইএসের সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেছেন, হত্যারকাণ্ডের পর শিকাগো থেকে একটি সোসাল মিডিয়ায় স্ট্যাস্টাস দেয়া হয়েছে। তবে এখনো আমরা এর সূত্র খুঁজে পাইনি। মিডিয়া এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। জঙ্গিবাদ দমনে জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কেউ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে বাংলাদেশের ভূমিকা যথেষ্ট ছিল। বিদ্যুৎ ও জ্বালানি সমস্যার সমাধান এবং জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলা ও সামুদ্রিক সম্পদ ব্যবহারের দিক দিয়ে যে সফলতা অর্জন করেছি, তার জন্য সেখানে ব্যাপক প্রশংসা পেয়েছে বাংলাদেশ।     একুশে সংবাদ ডটকম/এসএস/০৪.১০.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1