সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

শ্রীপুরে যৌতুকের টাকার জন্য অমানবিক নির্যাতন গৃহবধূর আত্যহত্যা

প্রকাশিত: ০৭:২৩ পিএম, অক্টোবর ৩, ২০১৫
শ্রীপুর (গাজীপুর) সানিঃ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার উত্তর পাড়া গ্রামে যৌতুকের টাকার জন্য অমানবিক নির্যাতনে গৃহবধূ আত্যহত্যা করেন। পারিবারিক সূত্রে জানা যায়, আবদার উত্তর পাড়া গ্রামের মো: সোলেমান হকের মেয়ে শারমিন আক্তার (২২) একই গ্রামের মো: সিরাজ উদ্দিনের ছোট ছেলে বাচ্চু মিয়ার সাথে শারমিনের প্রেমের সম্পর্ক থাকায় তারা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকা বাসি তাদের ধরে উভয় পরিবারের লোকজনকে ডেকে পারিবারিক ভাবে বিয়ে দেওয়া হয়। শারমিনের বাবা মো: সোলেমান হক জানান, বিয়ের কিছুদিন ভালোই কাটছিলো এর কিছুদিন পর থেকেই শুরু হয়ে গেলো স্বামী বাচ্চুর মিয়ার যৌতুকের টাকার জন্য অমানবিক আত্যাচার। আমার মেয়ে অসহায় (শারমিন আক্তার) সবকিছু মুখ বোঝে সয্যকরে চলছিলো তাদের বিবাহিত জীবনের চার বছর। এই অমানবিক আত্যাচার ক্রমশেই বেরে চলায় গত পহেলা অক্টোবর ২০১৫ইং বৃহস্পতিবার সকাল বেলায় আবার শারমিনের স্বামী বাচ্চু মিয়া যৌতুকের টাকার জন্য তার উপর মারধুর চালায়। আর এই অত্যাচার মেনে নিতে না পারায় অসহায় শারমিন ঐ দিন বিকালে বিষ পান করেন। টের পেয়ে তার বাসুরের স্ত্রী বিথি আক্তার ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এবং শারমিনের বাপের বাড়ি কাছে থাকায় তারাও দৌড়ে আশেন। প্রথমে শারমিনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আশেন এবং তার শারিরিক অবস্থার অবনতি দেখে স্বাস্থ্যকমপ্লেক্সে কর্তৃপক্ষ তাকে ময়মনসিংহ মেডিকেল হাসাপাতালে রের্ফাট করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতাল বরাত দিয়ে জানা যায়, বিষক্রিয়া অতিরিক্ত প্রভাহিত হওয়ায় ২ই অক্টোবর শুক্রবার অনুমানিক রাত ৯টায় তার মৃত্যু মারমিনের মৃত্যু হয়। ময়মনসিংহ কতোয়ালী থানার অফিসার ইন-র্চাজ (ওসি) জানান, হাসপাতাল পুলিশ কেস হওয়ায় ময়মনসিংহ কতোয়ালী থানার পুলিশের সাহায্যে শারমিনের মৃতদেহ ময়না তদন্ত করা হয়। শ্রীপুর মডেল থানার অফিসার ইন-র্চাজ (ওসি) আসাদুজ্জামান জানান, মৃত্যুর খবর শুনেছি তবে শারমিনের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ পাওয়া যাইনি।     একুশে সংবাদ ডটকম/এসএস/০৩.১০.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1