সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

কমলগঞ্জে ২দিন ব্যাপী যোগচর্চার গুরুত্ব বিষয়ক কর্মশালা সম্পন্ন ও সনদ বিতরণ

প্রকাশিত: ০৪:৫১ পিএম, অক্টোবর ২, ২০১৫
কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জের শুক্রবার(২অক্টোবর)বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন ও বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরাম এর যৌথ উদ্যোগে ২দিন ব্যাপী যোগচর্চার গুরুত্ব বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। প্রাথমিক পর্যায়ে বৃহষ্পতিবার আদমপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮৪ জন শিক্ষার্থীদের অংশগ্রহণে “সুস্থ দেহ ও সুস্থ মনের বিকাশে ইয়োগা বা যোগচর্চার গুরুত্ব বিষয়ক কর্মশালা” এর উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিকুল ইসলাম। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ হারুন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল মাহমুদ। বিকাল চারটায় বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের উপদেষ্টা রাজকান্ত সিংহের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের উপস্থাপনায় কর্মশালার সমাপনী ও সনদ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাঃ গৌরমণি সিংহ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ। বিশেষ অতিথি ছিলেন এম,এ,ওহাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ভান্ডারীগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খুরশেদ আলী ও সাংবাদিক প্রণীত রঞ্জণ দেবনাথ।     একুশে সংবাদ ডটকম/এসএস/০২.১০.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1