সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

২০১৭ বিশ্বকাপ ভারতে

প্রকাশিত: ০৪:১৫ পিএম, অক্টোবর ২, ২০১৫
একুশে সংবাদ : অনেক অপেক্ষার পরে ২০১৭ সালে ভারতে পিস্তল-রাইফেল সহ মিলিত সুটিং বিশ্বকাপের আসর বসতে চলেছে৷ শুধু তাই নয় এনআরএআই-এর লক্ষ্য ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত করা৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্যও বিডও করেছে তারা৷ এখন দেখার ভারতে বিশ্ব চ্যাম্পিয়নশিপও হয় কি না৷তবে ২০১৭ সালে সংযুক্ত সুটিং বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে বলে সকলেই উচ্ছ্বসিত৷ভারতীয় ক্রীড়ামহলে এখন খুশির হাওয়া৷ এনআরএআই-এর সভাপতি আর সিং বলেছেন, ‘২০১৭ সালে মিলিত বিশ্বকাপ আয়োজনের অনুমতি পেয়েছি আমরা৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য আমরা বিডও করতে চলেছি৷ ওই চ্যাম্পিয়নশিপে ৭০টি কোটা থাকবে ২০২০ অলিম্পিক গেমসের জন্য৷ এখন দেখার ২০১৮ সালে আমরা বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজনের অনুমতি পায় কিনা৷ ২০১৭ সালে মিলিত বিশ্বকাপ সফলভাবে আয়োজন করতে চাই৷ এই ব্যাপারে আমরা আশাবাদীও৷’     একুশে সংবাদ ডটকম/এসএস/০২.১০.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1