সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

অস্ট্রেলিয়ায় পুলিশ সদর দপ্তরের সামনে গুলিতে নিহত ২

প্রকাশিত: ০৪:০১ পিএম, অক্টোবর ২, ২০১৫
একুশে সংবাদ :অস্ট্রেলিয়ার সিডনির পারামাত্তা এলাকায় অবস্থিত পুলিশ সদর দপ্তরের সামনে বন্দুকধারীদের গুলিতে দু’জন নিহত হয়েছে। আজ শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর১২টা টা ৩৫ মিনিট) দিকে সিডনির পশ্চিমাঞ্চলে নিউ সাউথ ওয়েলসে অবস্থিত পুলিশ সদর দফতরের সামনে চার্লস স্ট্রিটে এ গুলির ঘটনা ঘটেছে। খবর দ্য সিডনি মর্নিং হেরাল্ড ও বিবিসি'র। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, একজনকে গুলি করা হচ্ছে দেখে এক পুলিশ কর্মকর্তা তার অস্ত্র ব্যবহার করেছেন। নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। গুলির ঘটনার মোটিভও পরিষ্কার নয়। জনসাধারণকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও জানানো হয়, পুলিশের একটি সংকটকালীন দল এখন এ ঘটনার তদন্ত পরিচালনা করবে। এদিকে, নিহতদের মধ্যে একজন বেসামরিক আইটি বিশেষজ্ঞ। সংস্থাটি তাদের খবরে জানায়, এই আইটি বিশেষজ্ঞ পুলিশের হয়ে কাজ করতেন। সদর দপ্তরের সামনে এক বন্দুকধারী তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সঙ্গে সঙ্গে পুলিশ ওই বন্দুকধারীকে লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়লে সেও নিহত হয়। পুলিশ সদর দপ্তরের বিপরীত পাশে থাকা বিজয় দান্তু নামের এক অধিবাসী অস্ট্রেলিয়ান ব্রোডকাস্টিং করপোরেশন নামের একটি গণমাধ্যমকে জানান, তিনি বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন। তিনি বলেন, আমি আমার বাসায় কাজ করছিলাম। এমন সময় হঠাৎ গুলির আওয়াজ পেলাম। প্রথমে আমি ভেবেছিলাম, কোনো গাড়ির টায়ার বিস্ফোরিত হয়েছে। এর পরপরই আরও দু’টি গুলির আওয়াজ পেলাম।   একুশে সংবাদ ডটকম/এসএস/০২.১০.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1