সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

পাইকগাছায় ঈদুল আযহা উপলক্ষে ১৩৬৪৬ দরিদ্র পরিবারের ভিজিএফ-এর চাল বরাদ্দ

প্রকাশিত: ০৬:০৯ পিএম, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ঈদুল আযহা উপলক্ষে খাদ্য সহায়তা হিসেবে হতদরিদ্র ১৩ হাজার ৬৪৬টি পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বরাদ্দ হয়েছে। সময় সংক্ষিপ্ততার কারণে ১০টি ইউনিয়নে গত ঈদুল ফিতরের সময় করা তালিকা অনুযায়ী এ চাল বিতরণ করা হচ্ছে বলে জানা গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ১০টি ইউনিয়নে ১০ কেজি করে ১৩ হাজার ৬৪৬টি পরিবারের মাঝে ১৩৬.৪৬০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। এর মধ্যে হরিঢালী ইউনিয়নে ১৩৭৮, কপিলমুনি ১৯৪২, লতা ৬৩৮, দেলুটি ৯১৫, সোলাদানা ১৩১২, লস্কর ১২০৪, গদাইপুর ১১৫৭, রাড়–লী ১৫৩৮, চাঁদখালী ২২২০ ও গড়ইখালী ইউপিতে ১৩৪২ টি কার্ড বরাদ্দ হয়েছে। এ দিকে লস্কর ইউপি চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিন বলেন, বরাদ্দের চাইতে ব্যক্তিভাবে গতকাল ইউনিয়ন পরিষদে ১২০৪টি কার্ডসহ তিনি আরো অতিরিক্ত ১ মেট্রিক টন চাল তালিকার বাইরে দরিদ্রদের মাঝে চাল বন্ঠন করেছেন। চাঁদখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী বলেন, সরকারী বরাদ্দ ২২২০ টি ছাড়াও তিনি দরিদ্রদের মাঝে দেড় মেট্রিক টন চাল বিতরণ করেছেন     একুশে সংবাদ ডটকম/এসএস/২৩.০৯.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1