সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

প্রতিপক্ষের হামলায় আহত ৫, গুলিবিদ্ধ ১, বাড়ি ও দোকান ভাংচুর ও ডাকাতির মামলার আসামি গ্রেফতার

প্রকাশিত: ১২:০৫ পিএম, সেপ্টেম্বর ২৩, ২০১৫
নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায়: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার রাজুপুরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দু’টি মুুদিদোকান এবং চারটি বাড়ি ভাংচুর করা হয়। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজুপুরের দক্ষিণপাড়ার ইবাদত মোল্যার সাথে একই পাড়ার মফিজ শেখের বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার ইবাদত মোল্যার লোকজন প্রতিপক্ষ মফিজ শেখের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় পান্নু শেখকে কুপিয়ে (৩৩) এবং নবম শ্রেণির ছাত্রী মিরা খানমকে পিটিয়ে (১৪) আহত করা হয়। এ ঘটনায় রাজুপুরের ফার”ক শেখ, বাসার শেখ, হার”ন শেখ ও বারিক শেখের বাড়িঘর এবং ইজাজুল ও ফার”কের মুদিদোকান ভাংচুর করে প্রতিপক্ষরা। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার উপ-পরিদর্শক নয়ন পাটোয়ারীর জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরদিকে নড়াইলের লোহাগড়া উপজেলার মোল্যার মাঠ এলাকা থেকে ডাকাতি মামলার আসামি তুষার শেখকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। তুষার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের ওদুদ শেখের ছেলে। তুষারের বির”দ্ধে লোহাগড়া থানায় একটি ডাকাতি মামলাসহ বিভিন্ন অপরাধে চারটি মামলা রয়েছে। এছাড়া নড়াইলে গ্রাম্য কোন্দলে ৩ আহত ও ১জন গুলিবিদ্ধ হয়েছে । গতকাল বিকালে এ ঘটনা ঘটে।আহতরা হলেন লোহাগড়া লাহুড়িয়া ইউনিয়নের শর”শোনা গ্রামের মৃত আ:ওয়াদুদ শেখের ছেলে বাচ্চু শেখ,বাচ্চু শেখের স্ত্রী সালেহা বেগম ও তজিবর শেখ । আহত সালেহা বেগম ও বাচ্চু শেখকে লোহাগড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু বাচ্চু শেখের অবস্থার অবনতি হলে গতকাল নড়াইল সদর হাসপাতালে স্তনান্তর করা হয়। বর্তমানে বাচ্চু শেখ নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে,শনিবার শর”শোনা গ্রামের তবিবর রহমান মৌলবী ও মনির শেখ পুর্বশ্রত্র”তার জেরে বাচ্চু শেখের বাড়ীতে বন্দুক,কাটা রাইফেল ও দেশীয় অস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালায় ও বাড়ী ঘরে ধ্বংসযোগ্য চালায়। ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ীভাবে কুপিয়ে ধ্বংসযোগ্য চালায়। গুলিবিদ্ধ বাচ্চু শেখের অভিযোগ তবিবর রহমান ও মনির শেখের লোকজন তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলিকরে তিনি এর সুষ্ঠ বিচার দাবী করছেন। লোহাগড়া থানার অুিফসার্স ইনচার্জ শেখ লুৎফার রহমান এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান,গোলমাল হয়েছে শুনেছি এখন মামলা হয়নি।     একুশে সংবাদ ডটকম/এসএস/২৩.০৯.২০১৫

বিভাগের আরো খবর

You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'ORDER BY bn_content.ContentID DESC LIMIT 8' at line 1